লাইমলাইট থেকে বরাবরই নিজেকে দূরে সরিয়ে রাখেন বলিউডের এই মুহূর্তের এক নম্বর গায়ক অরিজিৎ সিং। ঠিক সেরকমটা গায়ক-পত্নী কোয়েলও। জিয়াগঞ্জের এই ‘সাধারণ’ ঘরের ছেলেটাই ‘অসাধারণ’ হয়ে উঠেছে নিজের গায়িকির জোরে। একাধিক ভাষায় গান উপহার দিয়েছেন তিনি। যার বেশিরভাগই হিট। ফ্যান পেজেগুলোর দৌলতে মাঝেমধ্যেই ভাইরাল হয় জুটিতে দুজনের ছবি। আর সেগুলো ভক্তদের কাছ থেকে ভালোবাসাও পায় ভরে ভরে।
এবার যেমন দেখা গেল সস্ত্রীক বিয়েবাড়িতে গিয়েছেন অরিজিৎ সিং। গায়ক পরে আছেন একটি ক্রিম রঙের হুডি। মাথায় কালো ফেট্টি। আর কোয়েলের নীল শাড়ি সঙ্গে গোলাপি ব্লাউজ। কপালে টিপ, আর সিঁথি ভরা সিঁদুরে যেন আরও খুলে গিয়েছে রূপ। বর আর কনের সঙ্গে তুলেছেন সেলফি।
আরও পড়ুন: ‘এমন না ছেলেদের দেখাতে…’, সরস্বতী পুজো না ভ্যালেন্টাইন্স ডে, কোনটা এগিয়ে রাখলেন মিশমি
ভ্যালেন্টাইন্স ডে-র দিন এর থেকে মিষ্টি ছবি আর কী বা হতে পারে!
অরিজিৎ আর কোয়েল দুজনেরই এটা দ্বিতীয় বিয়ে। কেরিয়ারের গোড়াতেই করেছিলেন বিয়ে। যদিও অরিজিতের প্রথম স্ত্রী কে, তা এখনও অজানা। কোয়েলেরও প্রথম বিয়ে সুখের হয়নি। তবে কথাতেই আছে জুটি বানায় ওপরওয়ালা। ২০১৪ সালে তারাপীঠে খুব ছিমছামভাবেই করেন বিয়েটা। এবারেও সেই খবর গোপন রেখেছিলেন। তবে গায়কের হোয়াটসঅ্যাপ ডিপি থেকে বেরিয়ে পড়ে সবটা।
আরও পড়ুন: কৌশাম্বিকে বিয়ের চর্চার মাঝে বড় ঘোষণা আদৃতের, পা রাখলেন ইনস্টাগ্রামে, দিলেন চমক
কোয়েলের সঙ্গে প্রেম বা বিবাহিত জীবন নিয়ে কখনোই প্রকাশ্যে কথা বলতে শোনা যায় না অরিজিৎকে। যদিও ফ্যানপেজগুলির মাধ্যমে এভাবে কখনও কখনও ভাইরাল হয় ছবি। গায়কের দুই ছেলে জুল আর অলিও পড়াশোনা করছেন জিয়াগঞ্জেরই স্কুলে। সেখানের বাড়িতেই থাকেন কাজ না থাকলে। এই বাড়িতে একটা ছোটখাটো স্টুডিয়োও তৈরি করেছেন গায়ক।
আরও পড়ুন: দর্শনার কাছ থেকে এল সারপ্রাইজ গিফট! বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটছে সৌরভের
সর্বাধিক ফলোয়ার্স স্পটিফাই গায়কদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এখন অরিজিৎ সিং। এর আগে মার্কিন পপ সিঙ্গার টেইলর সুইফট। মাসখানেক আগেও এই বিদেশিনী গয়িকা ছিলেন অরিজিতের পিছনে। তবে খুব সম্প্রতিই টক্কর দিয়েছেন বাংলার ছেলেকে। রিপোর্ট অনুযায়ী, টেলরের স্পটিফাইতে ১০১,০৮১,২১৮ ফলোয়ার্স। আর অরিজিতের রয়েছে ১০০,৮৮৩,০২৫ ফলোয়ার্স। যাকে বলে কাঁটায় কাঁটায় টক্কর।