
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
দু'জনেই বাংলা টেলিভিশনের হার্টথ্রব। একজন স্টার জলসার এক নম্বর সিরিয়ালের হিরো, অন্যজন জি বাংলার নয়ণের মণি। আচমকাই জুড়ে গেল দু'জনের নাম! টেলিপাড়ায় হঠাৎ করেই ফিসফিসানি দিব্যজ্যোতি মানে ‘অনুরাগের ছোঁয়া’র সূর্যর সঙ্গে প্রেম করছেন মিঠাইরানি।
আসলে দুজনের মধ্যেই অনেক মিল রয়েছে। সৌমিতৃষা আর দিব্যজ্যোতি দুজনেই কৃষ্ণভক্ত। কৃষ্ণপ্রেমে লীন দুই তারকাকে প্রায়ই কৃষ্ণের তিলক কেটে ছবি পোস্ট করতে দেখা যায়। এই মিল থেকেই মনের মিল ঘটে গেল দুজনের? প্রেমের রটনা নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন দিব্যজ্যোতি। প্রশ্ন শুনেই হাসি থামেনি পর্দার সূর্যর। তাঁর কথায়, ‘আর কতজনের সঙ্গে প্রেম করব আমি? ভুয়ো খবর গুলো কে ছড়ায়? আমি তো উত্তর দিতে দিতে ক্লান্ত’। স্টার জলসার ‘লাভার বয়' জানালেন, এখন এসবের জন্য সময় নেই। কাজে মন দিতে চাই। কাজটাই মন দিয়ে করতে চাই।
সম্প্রতি পা ভেঙেছে দিব্যজ্যোতির। সৌমিতৃষা কিন্তু ফোন করে এবং মেসেজ করে খোঁজ নিয়েছেন অভিনেতার, সেকথা নিজের মুখেই জানিয়েছেন দিব্যজ্যোতি। তবে সেটা নিছক বন্ধুত্বের খাতিরে। প্রেমটেমের জন্য একেবারেই নাকি সময় নেই অভিনেতার। যদিও প্রেমের কথা চাপা দিতেই দিব্যজ্যোতির এমন মন্তব্য কিনা তা জানা নেই।
মাস কয়েক ধরেই আদৃত-কৌশাম্বীর সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। দুজনের লাভ স্টোরির তৃতীয় কোণ হিসাবে বারবার উঠে এসেছে সৌমতৃষার নাম। যদিও নায়িকা স্পষ্ট জানিয়েছেন, অকারণে তাঁর নাম ধরে রটনা রটানো হয়েছে। তবে দিব্যজ্য়োতির সঙ্গে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি মিঠাইরানি। অন্যদিকে দিব্যজ্যোতির সঙ্গেও এর আগে নাম জড়িয়েছে রোশনি তন্বী ভট্টাচার্যের। একসঙ্গে শরীরচর্চা করেন দুজনে। সেই থেকে শুরু গসিপ। যদিও দুজনের কথাতেই তাঁদের সম্পর্কটা দিদি-ভাইয়ের মতো।
কোথা থেকে শুরু সৌমিতৃষা-দিব্যজ্যোতির প্রেমের গুঞ্জন? দিন কয়েক আগে এক মিঠাই ভক্ত কৃষ্ণভক্ত দুই তারকার একটি ছবির কোলাজ শেয়ার করেছিলেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি পোস্ট করেন দিব্যজ্যোতি। আর সেই দেখেই শুরু ফিসফিসানি। মিঠাই ভক্তদের কথায়, বর্তমান বেঙ্গল টপার হিরোর সঙ্গে প্রাক্তন বেঙ্গল টপার নায়িকার প্রেম মন্দ হবে না! যদিও নায়কের কথায় সবটাই রটনা।
প্রসঙ্গত, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘মিঠাই’। প্রথমে শোনা গিয়েছিল এপ্রিলেই শেষ হবে এই মেগা সিরিয়াল। তবে ‘ফুলকি’র শ্যুটিং নির্ধারিত সময় শুরু না হওয়ার জেরে পিছিয়ে যাচ্ছে তার সম্প্রচার। ফলে মে মাস জুড়েও টিভির পর্দায় দেখা যাবে মিঠাই-উচ্ছেবাবুর কাহিনি, তেমনটাই শোনা যাচ্ছে। মিঠাইয়ের মেয়াদ বৃদ্ধির খবরে খুশি ভক্তরা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports