1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2024, 10:45 PM ISTSubhasmita Kanji
Arbaaz Khan Wife: আরবাজ খানের স্ত্রী সুরা খানের ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক করা হয়েছে। নিজেই সেই কথা জানিয়েছেন অভিনেতার স্ত্রী। লিখলেন কী কী?
বিয়ের পরই হ্যাক আরবাজের স্ত্রী সুরার ইনস্টাগ্রাম প্রোফাইল!
হ্যাক হয়েছে অভিনেতা আরবাজ খানের স্ত্রী সুরা খানের ইনস্টাগ্রাম প্রোফাইল! গত সপ্তাহে এই ঘটনা ঘটে। ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হওয়ার এক সপ্তাহ পর সেই বিষয়টা তিনি তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন। সেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে জানালেন গোটা বিষয়টা। একই সঙ্গে দ্রুত গোটা বিষয়টা সমাধান করার জন্য সেখানে ধন্যবাদ জানান ফেসবুক এবং ইনস্টাগ্রামের টিমকে।
সুরা খানের ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক
এদিন ইনস্টাগ্রামে আরবাজ খানের বেটার হাফ সুরা খান একটি পোস্ট শেয়ার করে এই প্রোফাইল হ্যাক হয়ে যাওয়ার বিষয়টা লেখেন, জানান, 'অত্যন্ত বিরক্তিকর।'
এদিন ইনস্টাগ্রাম স্টোরিতে সুরা খান যে পোস্টটি দিয়েছিলেন সেখানে তিনি লেখেন, 'সবাইকে হ্যালো। গত সপ্তাহে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল এবং গোটা বিষয়টাই অত্যন্ত হতাশাজনক এবং বিরক্তিকর ছিল। কিন্তু ইনস্টাগ্রাম, ফেসবুক এবং আমার বন্ধু শেলী ভূত্রার জন্য আমি সেটা ফিরে পেয়েছি। ওদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না, তাই ওঁদের ধন্যবাদ। প্রোফাইল ফিরে পেয়ে ভালো লাগছে। ভালোবাসা নেবেন। সুরা খান।'
সুরা খানের পোস্ট
আরবাজ এবং সুরা খানের বিয়ে
গত বছর অর্থাৎ ২০২৩ সালের ২৪ ডিসেম্বর বিয়ে করেন সুরা খান এবং আরবাজ খান। এক প্রকার তাঁরা এই বিয়েটা করে সকলকে তাক লাগিয়ে দেন। অর্পিতা খানের বাড়িতে বসেছিল তাঁদের বিয়ের আসর।
কোথায় কীভাবে শুরু হয় আরবাজ এবং সুরার প্রেম কাহানি?
পাটনা শুক্লা নামক একটি ছবির সেটে প্রথম আলাপ হয় আরবাজ এবং সুরার। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। এই ছবিতে আরবাজ ছাড়াও আছেন রবিনা টন্ডন, চন্দন রায় সান্যাল, সতীশ কৌশিক, মানব ভিজ, অনুষ্কা কৌশিক, প্রমুখ। এই ছবিতে এক নারীর দুর্দান্ত লড়াইয়ের গল্প দেখানো হবে, যা আবর্তিত হয়েছে পাটনা শহরে। ছবিটির প্রযোজনা করেছেন আরবাজ।
প্রসঙ্গত আরবাজ খানের এটা দ্বিতীয় বিয়ে। তিনি এর আগে ১৭ বছর মালাইকা আরোরার সঙ্গে দাম্পত্য জীবন কাটান। এরপর ২০১৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। একদিকে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন, অন্যদিকে আরবাজ খানের জীবনে আসেন জর্জিয়া। যদিও সেই প্রেমও টেকেনি তাঁদের। তারপরই তিনি প্রেমে পড়েন সুরার এবং বিয়ে করে নেন। তবে মালাইকার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হলেও তাঁরা এখনও দুজন মিলেই তাঁদের সন্তান আরহানকে মানুষ করছেন।