আরজি কর নিয়ে প্রথম থেকেই সরব হয়েছেন অপর্ণা সেন। রবিবার তিলোত্তমার মিছিলেও দেখা মিলল তাঁর। শুধু তাই নয়, প্রকাশ করলেন তিনি সিবিআই-এর তদন্ত নিয়ে আশাবাদী। আরজি করের আঁতাত ভাঙছে, বলতে শোনা গেল অভিনেত্রী-পরিচালককে।
৯ সেপ্টেম্বর আরজি কর হাসপাতাল থেকে উদ্ধার হয়েছিল ৩১ বছরের ডাক্তারের দেহ। এরপরই পুলিশের তরফ থেকে একেক সময় একেক তথ্য দেওয়া হয় নির্যাতিতার পরিবারকে। শুধু তাই নয়, তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়া হয় বলেও, অভিযোগ। প্রশাসন, পুলিশের উপর অভিযোগ উঠেছে প্রমাণ নয়ছয়ের। গোটা ঘটনা রীতিমতো নাড়িয়ে দিয়েছে বাংলা তথা গোটা দেশকে। যদিও ঘটনার রেশ গিয়ে পৌঁছেছে বিদেশেও। আমেরিকা, কানাডার মতো দেশেও, বেরিয়েছে বিক্ষোভ মিছিল। হয়েছে প্রতিবাদ।
এর আগে আরজি কর হাসপাতালে গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছিলেন অপর্ণা। বর্ষীয়ান অভিনেত্রীকে দেখে গো ব্যাক স্লোগান উঠেছিল। 'চটিচাটা বুদ্ধিজীবী' বলেও আক্রমণ করা হয়েছিল। তবে তাতে থমকে থাকেননি। অপর্ণা রাস্তায় নামেন ‘নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রা’র সময়। সেই সময় পুলিশের দিকে একগুচ্ছ প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: মমতা নিয়ে ‘চুপ’! আরজি কর নিয়ে সোজা মোদীর কাছে শুভশ্রী, ‘স্বচ্ছ ভারতের চেয়ে…’!
তাঁকে সেদিন বলতে শোনা গিয়েছিল, ‘পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ মৃতাকে রক্তাক্ত অবস্থায় দেখেও এটিকে আত্মহত্যা বলে ঘোষণা করা হল? কেন পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করল? যে হাসপাতালে এই ঘটনা ঘটেছে, কেন সেখানেই ময়নাতদন্ত করা হল? এই প্রশ্ন, আমার কেন, সবার মনে উঠেছে। জবাব চাওয়ার অধিকার আমাদের সকলের আছে। আমি ছাত্রছাত্রীদের বলছি, তোমার কণ্ঠের সঙ্গে আমার কণ্ঠ মেলালাম।’
আরও পড়ুন: মমতার প্রসঙ্গ উঠতেই এ কী বলে ফেললেন কঙ্গনা! মায়াবতীর কিন্তু প্রশংসাই করলেন
ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই কলকাতা হাইকোর্টের তরফে তদন্তভার তুলে দেওয়া হয়েছিল সিবিআইয়ের হাতে। তবে সেক্ষেত্রেও খুব বেশি তদন্ত এগনোর খবর পাওয়া যায়নি। প্রায় রোজই জেরা করা হয়েছে সন্দীপ ঘোষকে। কিন্তু ৩ সপ্তাহ কেটে গেলেও, ‘ভালো খবর’ আসেনি।
আরও পড়ুন: মেয়ের মা হলেন সুশান্ত-প্রাক্তন অঙ্কিতা লোখান্ডে, দেখালেন বাচ্চার মিষ্টি মুখখানা