
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
বুধবার বি-টাউনে ছিল বড় ধামাকা। কারণ পার্টি ছিল রানি মুখোপাধ্যায় আর আদিত্য চোপড়ার বাড়িতে। মেয়ে আদিরার জন্মদিন পালন করা হল বেশ ঘটা করে। এলেন মেয়েকে নিয়ে অনুষ্কা শর্মা, করণ জোহর এসেছিলেন দুই ছেলে-মেয়ে যশ-রুহিকে নিয়ে, পার্টিতে দেখা মিলল আরও অনেক তারকার।
সাদা রঙের কমফি টি-শার্টে পার্টিতে প্রবেশ করলেন অনুষ্কা। করণ জোহর পরেছিলেন গোলাপি রঙের হুডি। নেহা ধুপিয়া আর অঙ্গদ বেদি এনেছিলেন মেয়ে মেহেরকে, শিল্পা শেট্টির সঙ্গে এসেছিল ভিয়ান আর সমিশা। যশরাজ স্টুডিয়োর বাইরে ক্যামেরাবন্দি হন শ্বেতা নন্দা, রেখা, সোনম কাপুর।
প্রসঙ্গত, অনুষ্কার মতো মেয়েকে পাপারাৎজিদের নজর থেকে বাঁচিয়ে চলার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন রানি মুখোপাধ্যায়ও। এর আগে ‘হিচকি’ নায়িকা যেমন জানিয়েছিলেন তাঁর মেয়ে পছন্দই করে না ক্যামেরার সামনে আসতে।
কিছুদিন আগেই রানি জানিয়েছিলেন, তাঁর মেয়ে আদিরা হয়েছেন পুরো বাবা আদিত্য চোপড়ার মতো। তার ‘হ্যাঁ’ মানে হ্যাঁ আর ‘না’ মানে না… কথার নড়চড় হবে না কোনও। সঙ্গে আরেকটা মিল হল, দু'জনেই একদম পছন্দ করে না ছবি তুলতে। এআর এখন তো মিডিয়াকে দেখলেই বলতে থাকে, ‘মাম্মা নো ফোটো’। ৭ বছরের জন্মদিন পালন হল রানি-আদিত্যর মেয়ের।
কাজের সূত্রে, রানি মুখোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছে ‘বান্টি অর বাবলি ২’-তে। এরপর আসছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। যাতে এক মায়ের যুদ্ধ দেখানো হবে গোটা দেশের সঙ্গে। রানির মতে তাঁর ২৫ বছরের কেরিয়ারের সবচেয়ে অর্থপূর্ণ কাজ এটা।
৳7,777 IPL 2025 Sports Bonus