বলিউড অভিনেত্রী ও ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা বর্তমানে দুবাইয়ে রয়েছেন। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ চলছিল দুবাইয়ে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে। অনুষ্কা শর্মার স্বামী বিরাট কোহলিও খেলছিলেন ওই ম্যাচে। এটি বিরাট কোহলির ৩০০তম ওয়ানডে ম্যাচ ছিল, কিন্তু রবিবার মাত্র ১১ রানে আউট হন বিরাট। এরই মধ্যে বিরাট কোহলির আউট হওয়া নিয়ে অনুষ্কা শর্মার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
আরও পড়ুন: অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার, আনোরা তাঁকে এনে দিল ৪টি পুরস্কার
আরও পড়ুন: নেই কোনও পুরুষের চিহ্ন, পাহাড়ে ‘নজরবন্দি’ ঋতুপর্ণা! বললেন, 'মায়ের কথা খুব...'
ম্যাচে ১৪ বলে ১১ রান করেন বিরাট, তাঁর ক্যাচ ধরেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। বিরাট কোহলি আউট হওয়ার সঙ্গে সঙ্গে নিজের কপাল চেপে ধরেন অনুষ্কা শর্মা। শুধু তাই নয়, বিড়বিড় করে কিছু বলতেও দেখা যায় অভিনেত্রীকে। বিরাট পত্নী কী বলেছেন তা কেউ বুঝতে না পারলেও ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা- কল্পনা শুরু করে দিয়েছে নেটিজেন।
অনুষ্কা শর্মার বিড়বিড় করার ভিডিয়ো শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, বিরাটের ক্যাচ আউট নিয়ে অনুষ্কা কতটা অখুশি।' আর এক ব্যবহারকারী লিখেছেন, কী দুঃখজনক, অনুষ্কা আজ ম্যাচ দেখতে এসেছিলেন কিন্তু বিরাট কোহলি ভালো পারফর্ম করেননি। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, বিরাটের আউট হওয়ার বিষয়টি নিয়ে মনে মনে গালাগালি করছেন অনুষ্কা শর্মা। এক ইউজার লেখেন, অনুষ্কা বলছেন, কী ক্যাচ!!। কেউ কেউ বলছিলেন, ফিলিপস ক্যাচ নেওয়ার পরে উনি বলছিলেন 'বেন স্টোকস'। যদিও প্রত্যক্ষদর্শীদের মত, বিষয়টি এরকম নয়। আসলে হতাশা থেকে 'ভাই সাহাব' জাতীয় কিছু কথা বলছিলেন তিনি।
আরও পড়ুন: অস্কার এল না প্রিয়াঙ্কার ঝুলিতে! কোন ছবির কাছে হার হল ‘অনুজা’র?
আরও পড়ুন: সারেগামাপা-য় হেরে মন খারাপ খুদে প্রতিযোগী অঙ্কনা, অনীকের! 'বকুনিও খেয়েছি…' লিখল বিজয়ী অতনু
উল্লেখ্য, বিরাট কোহলির বেশিরভাগ ম্যাচ দেখতে মাঠে যান অনুষ্কা শর্মা। তবে ২০২৫ সালের ভারত-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দেখতে আসেননি অনুষ্কা শর্মা। ঘরে বসেই দেখেছিলেন স্বামীর খেলা। বিরাট কোহলি সেই ম্যাচে যখন সেঞ্চুরি করেন, ঠিক তখনই অনুষ্কা ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাটের একটি ছবি শেয়ার করে একটি পোস্ট লিখে শুভেচ্ছা জানিয়েছিলেন।