একদিকে হৃতিক রোশন, অন্যদিকে অনুপ্রিয়া গোয়েঙ্কা। প্রথমজনের সঙ্গে আলাপ করানোর প্রয়োজন না হলেও দ্বিতীয় নামটির সঙ্গে আলাপ করানোর হয়ত প্রয়োজন রয়েছে। সম্প্রতি, অসুর-২তে দেখা গিয়েছে অনুপ্রিয়া গোয়েঙ্কাকে। আর যশরাজ ফিল্মসের 'ওয়ার' ছবিতেও হৃতিকের সঙ্গে কাজ করছেন অনুপ্রিয়া। সেখানেই বলিউডের 'গ্রিক গড'-এর মুখোমুখি হওয়া নিয়ে মুখ খুলেছেন তিনি। সম্প্রতি, এক সাক্ষাৎকারে সেবিষয়েই কথা বলেছেন অনুপ্রিয়া গোয়েঙ্কা।
হৃতিককে প্রথমবার দেখা প্রসঙ্গে অনুপ্রিয়া এক কথায় বলেন, ‘ভীষণ হট’! অনুপ্রিয়ার কথায়, ‘হৃতিকের সঙ্গে শ্যুটিংয়ের আগেই আমি কয়েকদিন কাজ করে ফেলেছিলাম, কারণ আমি অদিতির ভূমিকায় কাজ করছি। প্রথম যেদিন হৃতিকের সঙ্গে দেখা হল উনি এসে হাই বলে নিজের পরিচয় দিলেন। তখন আমার অভিব্যক্তি ছিল, অবশ্যই চিনি। উনি খুবই মিষ্টি। তবে উনি শুধু আমাকে নয়, প্রত্যেককেই হাই বলতেন।’
আরও পড়ুন-‘সীতা’ হয়ে আসছেন, তার আগেই কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত কৃতির
আরও পড়ুন-'একদিন ওঁরা দক্ষিণী অভিনেত্রী বলে আমায় পোশাক দেননি, আজ তাঁরাই…’, মুখ খুললেন হনসিকা
অনুপ্রিয়া গোয়েঙ্কা জানান, হৃতিক কীভাবে তাঁকে তাঁর চরিত্রটির উন্নতির জন্য পরামর্শ দিতেন। অভিনেত্রীর কথায়, ‘একদিন হৃতিক খুব কাছাকাছি এসে আমার চরিত্রটি সম্পর্কে কথা বলছিলেন। চারপাশে অন্যান্য কাজ চলছিল তাই উনি ফিসফিস করে কথা বলছিলেন। উনি সবসময়ই আমাকে চরিত্রটি নিয়ে আবেগ আনার কথা বলতেন। তবে শুধু আমাকেই নয়, হৃতিক অন্যান্য অভিনেতাদেরও পরামর্শ দেন যাতে চরিত্রটি আরও ভালো করা যায়। উনি প্রত্যেক অভিনেতার মধ্যে বন্ধুত্ব তৈরির কথা বলতেন।’