পরম-পিয়ার মতোই অনুপম-প্রশ্মিতা প্রেমের গুঞ্জনটাও অবশ্য কিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। আর এবার জানা গিয়েছে অনুপম-প্রশ্মিতার বিয়ের খবর। ২ মার্চ বিয়ে করছেন এই গায়ক-গায়িকা জুটি। জানা যাচ্ছে, গানের সূত্র ধরেই আলাপ অনুপম-প্রশ্মিতার।
এই বিয়ের খবর অনুপম-প্রশ্মিতা দুজনেই স্বীকার করে নিয়েছেন। প্রশ্মিতার কথা বলতে গিয়ে অনুপম আনন্দবাজারকে জানান, ‘আমাদের একটা গানের দল রয়েছে, সেখানে সহকর্মীদের যেভাবে চিনতাম, ওকেও (প্রশ্মিতা) সেভাবেই চিনতাম। বিচ্ছেদের পরই সম্পর্কটা এগোয়। আর বিয়ের কথা অতি সম্প্রতি ভেবেছি। আমরা দুজনেই বিয়েতে বিশ্বাসী’।
এদিকে প্রশ্মিতা আনন্দবাজারকে বলেন, ‘গত ১ বছর হল আমাদের সম্পর্কটা গড়ে উঠেছে। আমাদের একে অপরকে ভালোই লাগত। তাই ভাবলাম, বিয়ের কথা ভাবা যেতে পারে। আমার পরিবার এই বিয়েটা খোলা মনেই নিয়েছে। একা বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায় না। দুই পরিবার মিলেই বিয়ের ঠিক করেছেন।’
কাজের বিষয়ে প্রশ্মিতা বলেন, ‘কাজের জায়গাটা আমরা আলাদা রাখতেই চেষ্টা করি। ব্যক্তিগত সম্পর্কের বাইরে অনুপম যেহেতু আমার সিনিয়র, তাই ওর পরামর্শ নি। আলোচনা তো অবশ্যই করি।’
আরও পড়ুন-গায়িকা প্রশ্মিতার সঙ্গে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে, কে ছিলেন অনুপম রায়ের প্রথম স্ত্রী?