‘ইন্ডিয়ান আইডল ১১’-র অডিশনের একটি ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক প্রতিযোগীর দেওয়া অডিশন দেখে বিরক্ত হয়ে গিয়ে নিজেকেই থাপ্পড় মারছেন অনু মালিক। তাঁর পাশে বসে আছেন নেহা কক্কর ও বিশাল দাদলানি।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, পবন কুমার নামে এক যুবক হাজির হয়েছেন মঞ্চে। হাতে গরম জলের কাপ নিয়ে। কি না, গানের আগে গলা ভালো রাখতে গরম জল খাচ্ছেন তিনি। এরপর ‘ইয়ে দিল হ্যায় মুশকিল’ ছবির বুলেয়া গানটি গাইতে শুরু করেন তিনি। যা শুনে মাথায় হাত পড়ে যায় তিন বিচারকেরই। সুর, তাল, লয়ের মাথা-মুণ্ডুবিহীন সেই গান শুনে প্রথমে মজা পেলেও এক পর্যায়ে এসে বিরক্ত হয়ে নিজেকেই থাপ্পড় মারতে শুরু করেন অনু। যা দেখে নেহার প্রতিক্রিয়া, ‘আরে এরকম করলে লেগে যাবে তো’। আর এসব দেখে নিজের ভাষা হারিয়ে ফেলে মাথায় হাত বোলাতে থাকেন বিশাল।
পবন কুমারের এই ‘ঐতিহাসিক’ পারফরম্যান্সের থেকেও নেট-নাগরিকরা বেশি মজা পেয়েছেন অনু মালিকের নিজেকে মারার সেই ফুটেজ দেখে। এক জনৈকের মন্তব্য, ‘যাই বলো, শো-এর আসল এন্টারটেনার কিন্তু অনু মালিক’। আরেক জন মন্তব্য করেছেন, ‘আমি এত হেসেছি, এত হেসেছি যে আমার দম বন্ধ হয়ে আসছিল।’
তবে, যারা ‘ইন্ডিয়ান আইডল’-এর ভক্ত তাঁরা জানেন অনুর এই স্বভাব নতুন নয়। এর আগেও বিভিন্ন প্রতিযোগীর গান শুনে বিরক্ত হয়ে নিজেকে থাপ্পড় মরেছেন অনু। এমনকী, তাঁর সহ-বিচারক নেহাও যখন এই রিয়েলিটি শো- প্রতিযোগী ছিলেন তখন তাঁর গান শুনে একদিন বিরক্ত অনু মালিক মন্তব্য করেছিলেন, ‘তোর কী হয়ে গেছে নেহা! তোর গান শুনে তো মনে হচ্ছে নিজেকে থাপ্পড় মারি।’