বাংলা নিউজ > বায়োস্কোপ > Anant Ambani Pre Wedding: কোটির মালিক অনন্ত-রাধিকা! বিয়েতে খাবার পরিবেশন করলেন নিজের হাতে, মুগ্ধ সকলে
পরবর্তী খবর
Anant Ambani Pre Wedding: কোটির মালিক অনন্ত-রাধিকা! বিয়েতে খাবার পরিবেশন করলেন নিজের হাতে, মুগ্ধ সকলে
1 মিনিটে পড়ুন Updated: 29 Feb 2024, 09:00 AM ISTTulika Samadder
Anant Ambani Pre Wedding Ceremony: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে আন্নাসেবা দিয়ে। অন্নসেবায় প্রায় ৫১ হাজার মানুষকে খাবার পরিবেশন করা হবে।
খাবার পরিবেশন করছেন অনন্ত-রাধিকা।
আম্বানি পরিবারের কনিষ্ঠ পুত্র এবং শিল্পপতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠান শুরু হল অন্ন সেবা দিয়ে। জামনগরের রিলায়েন্স টাউনশিপের কাছে জোগওয়াদ গ্রামে, মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি এবং রাধিকা বণিক-সহ আম্বানি পরিবারের অন্যান্য সদস্যরা গ্রামবাসীদের ঐতিহ্যবাহী গুজরাটি খাবার পরিবেশন করেন। রাধিকার মাতামহী এবং বাবা-মা, বীরেন এবং শায়লা বণিকও অন্ন সেবা কর্মসূর্মচিতে অংশ নিয়েছিলেন।
সেবা কর্মসূর্মচির আওতায় প্রায় ৫১ হাজার স্থানীয় বাসিন্দাকে খাবার পরিবেশন করা হবে। আগামী কয়েকদিন এ কার্যক্রম চলবে। আম্বানি পরিবার অনন্ত আম্বানি এবং রাধিকা বণিকের প্রাক-বিবাহ উদযাপনের জন্য স্থানীয় সম্প্রদায়ের আশীর্বাদ পেতে আন্নাসেবার আয়োজন করেছে। খাবার খাওয়ার পর উপস্থিত সকলে মিলে ঐতিহ্যবাহী লোকসংগীত উপভোগ করেন। বিখ্যাত গুজরাটি গায়ক কীর্তিদান গাধভি তাঁর গানের মাধ্যমে সেখানে উপস্থিত সকলের মন জয় করে নেন।
আম্বানি পরিবার এর আগেও তাঁদের পরিবারের শুভ অনুষ্ঠানে সকলের জন্য খাবার পরিবেশন করে আসছে। এমনকী করোনা মহামারীর সময়ে যখন দেশ সংকটে ছিল, তখনও অনন্ত আম্বানির মা নীতা আম্বানির নেতৃত্বে রিলায়েন্স ফাউন্ডেশন বিশ্বের সবচেয়ে বড় খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করেছিল।
ব্রাউন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন অনন্ত আম্বানি। বর্তমানে রিলায়েন্সের এনার্জি বিজনেস দেখাশোনা করেন তিনি। জানা যায়, তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৪ হাজার কোটি মার্কিন ডলার।
বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেছেন রাধিকা মার্চেন্ট। তার আগে মুম্বইয়ের দ্য ক্যাথেড্রাল অ্যান্ড জন কনন স্কুলের পড়েছেন। স্নাতক হওয়ার পরে ভারতে ফিরে আসেন এবং একটি রিয়্যাল এস্টেট ফার্মে কাজ শুরু করেন রাধিকা।
ছোট থেকেই পরস্পরকে চিনতেন রাধিকা এবং অনন্ত। ভালো বন্ধু রাধিকার সঙ্গে অনন্তকে প্রায়ই নানা অনুষ্ঠানে দেখা যেত। তবে অনন্তের সঙ্গে রাধিকার বিয়ের জল্পনা জোরালো হয়ে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়েতে। যোধপুরে প্রিয়াঙ্কা-নিকের বিয়েতে আম্বানি পরিবারের সঙ্গে উপস্থিত ছিলেন রাধিকাও। গত বছরের ১৯ জানুয়ারি অনন্ত ও রাধিকার এনগেজমেন্ট হয়।