
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
প্রেগন্যান্সির তৃতীয় পর্যায়ে রয়েছেন দীপিকা পাড়ুকো। আর মাত্র তিন মাসের অপেক্ষা। সেপ্টেম্বরেই নায়িকার কোল আলো করে আসবে সন্তান। নিন্দকদের মুখে ঝামা ঘষে এদিন নিজের বেবিবাম্প প্রকাশ্যে আনলেন দীপিকা। শরীরচাপা কালো পোশাকে এদিন নিজের স্ফীতোদর ফ্লন্ট করলেন রণবীর ঘরণী।
উপলক্ষ্য় ছিল কল্কি ২৮৯৮ এডি-র প্রি-রিলিজ ইভেন্ট। সেখানেই হাসিমুখে উপস্থিত হবু মা। সঙ্গী প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান, এবং রানা দগ্গুবতিরা। এদিনের অনুষ্ঠানের মধ্যমণি হয়ে রইলেন দীপিকা। হবু মায়ের জেল্লা যেন ফেটে পড়ল। দীপিকার প্রতি যত্নবান গোটা টিম।
বেবি বাম্প নিয়ে এখন হাঁটতে-চলতে একটু অসুবিধা হচ্ছে দীপিকার। তার উপর ইভেন্টে হাই হিল পড়েছিলেন নায়িকা! মঞ্চে উঠবার জন্য এদিন দীপিকার দিকে সাহায্য়ের হাত বাড়ান অমিতাভ। স্টেজ থেকে নামবার সময়ও অভিনেত্রীর সাহায্যের জন্য ছুটে যান প্রভাস।
মঞ্চ থেকে নামার সময় প্রভাস যখন তাকে সাহায্য করেন, তখন অমিতাভ মজা করে প্রভাসকে পিছন থেকে এসে জড়িয়ে ধরেন, মজার ছলে তিনি প্রভাসকে হটানোর চেষ্টা করছিলেন। যাতে তিনি দীপিকাকে সাহায্য করতে পারেন। যা দেখে হেসে ওঠে মিডিয়াকর্মী থেকে উপস্থিত ভক্তরা। হাসি থামেনি দীপিকারও।
এদিন দীপিকার প্রেগন্যান্সি নিয়ে মজা করলেন রাণা। তাঁকে বলতে শোনা গেল, অন্তঃসত্ত্বা সুমতির চরিত্রে অভিনয় করার পরে আজও বেবি বাম্প নিয়েই হাজির তিনি। কম যান না দীপিকাও, তিনি বলেন, ‘সিনেমাটি তিন বছর ধরে চলেছিল, আমার মনে হয়েছিল, আরও ৯ মাস (বেবিবাম্প নিয়ে) কেন নয়’। কাল্কির শ্যুটিংয়ে প্রভাসের বাড়ি থেকে গোটা ইউনিটের জন্য যে এলাহি খাবার আসত সেই নিয়েও কথা বলেন দীপিকা। তিনি বলেন, ‘প্রভাস আমাকে যে সব খাবার খাইয়েছিল তার জন্যই আমার এমন অবস্থা। এটি এমন জায়গায় পৌঁছেছিল যে ওটা কেবল বাড়ি থেকে আসা খাবার নয়, একটি সম্পূর্ণ ক্যাটারিং পরিষেবা।’ অনুষ্ঠানে যাওয়ার আগে দীপিকা কালো পোশাকে নিজের ছবি শেয়ার করে লেখেন, ‘ওকে এনাফ... এখন আমার খিদে পেয়েছে!’
নাগ অশ্বিন পরিচালিত কল্কি ২৮৯৮ এডি-র ট্রেলার সামনে এসেছে এই মাসের গোড়ার দিকেই। এই ছবিতে প্রথমবার জুটিতে দীপিকা-প্রভাস। অমিতাভ ছবিতে অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন। অন্তঃসত্ত্বা দীপিকার গর্ভে থাকা কৃষ্ণের অবতার রক্ষার দায়িত্ব অমিতাভের কাঁধে। প্রভাসের চরিত্র ঘিরে রয়েছে রহস্য। ট্রেলার বলছে তাঁর চরিত্রের নাম ভৈরব। ২৭ জুন মুক্তি পেতে চলা কল্কি ২৮৯৮ এডির মুখ্য ভিলেনের চরিত্রে রয়েছেন টলিউডে শাশ্বত চট্টোপাধ্যায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports