বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan : আপাদমস্তক নোংরা কাপড়ে ঢাকা, কল্কি ২৮৯৮ এডি অবতারে ইনি কে? অমিতাভ বলছেন, ‘জানার সময় হয়েছে…’
মাথায় জটা, কপালে ফেট্টি, আপাদমস্তক অপরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢাকা। হাতে, পায়ে, মুখে ব্যান্ডেজ জড়ানো, এদিক ওদিক থেকে বেরিয়ে আছে উস্কোখুস্কো পাকা চুল-দাড়ি। শরীর বলতে দেখা যাচ্ছে শুধু দুটি চোখ। একটা কালো মোটা থামের সামনে বসে দূরে আসা আলোর দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
কিন্তু কে ইনি?
নিজের রহস্যময় চরিত্রের পোস্টার শেয়ার করে অমিতাভ বচ্চন লিখেছেন, 'এবার জানার সময় হয়েছে যে তিনি কে!' ছবির নাম 'কল্কি ২৮৯৮ এডি', তারই পোস্টার এটি। তবে ইনি কে তা জানা যাবে স্টার স্পোর্টস ইন্ডিয়াতে ২১ এপ্রিল সন্ধ্যা ৭.১৫ নাগাদ।