
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অভিনেতা হিসেবে অনির্বাণ ভট্টাচার্যের দক্ষতা এখন সন্দেহাতীত। এবার শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে অর্নিবাণের পরিচালনায় ওয়েব সিরিজ ‘মন্দার’ আসছে হইচইতে। লোভ-লালসা- প্রতিহিংসা, ক্ষমতা দখলের লড়াই, যৌনতা সব নিয়ে তৈরি এই ছবি। শেক্সপিয়ারের উপন্যাস ‘ম্যাকবেথ’-কেই নিজের মতো করে ভেঙেচুড়ে নিয়েছেন অনির্বাণ। মানুষের আদিম প্রবৃত্তিগুলোই আরও স্পষ্টভাবে ফুটে উঠবে মন্দারে। এবার ‘মন্দার’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়েছিলেন অলিভিয়া সরকার। সিরিজের প্রথম তিনটি পর্ব দেখে উচ্ছ্বসিত তিনি।রীতিমতো ঘুম উড়ে গিয়েছে তাঁর।তিনি এতটাই আপ্লুত যে অকপটে বলেই ফেললেন, 'অনির্বাণদা ভগবানের মতো!'
‘মন্দার’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হয়ে অভিনেতা-পরিচালক অনির্বাণের সঙ্গে ছবিও তুলেছেন অলিভিয়া। তারপর সেই ছবি ইনস্টাগ্রামের দেওয়ালে সাঁটিয়ে কতকটা অনির্বাণ অভিনীত 'দ্বিতীয় পুরুষ' ছবিতে কুখ্যাত চরিত্র 'খোকা' সেই বিখ্যাত সংলাপের অনুকরণে তিনি লিখেছেন, 'মালিককে গিয়ে বল খোকা মন্দার নিয়ে এসেছে!'
তবে পরিচালক না কি অভিনেতা কোন অভিনেতাকে বেশি দক্ষ বলবেন তিনি? জবাবে ' এই আমি রেণু' ছবির অভিনেত্রী সামান্য থেমে বলে ওঠেন, 'সেভাবে কাউকেই বেশি নম্বর দিতে পারব না। আমি ওঁর থেকে অনেক কিছু শিখি। তবে অভিনেতা অনির্বাণের সঙ্গে আরও অনেক বেশি কাজ করতে চাই। আবার পরিচালক অনির্বাণের নির্দেশেও কাজ করতে চাই। আসলে অনির্বাণদা ভগবানের মতো। রোজ নিজেকে নতুনভাবে একটু একটু করে ভেঙে আবিষ্কার করে চলেছে'।
'মন্দার' সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকারকে।যদিও ট্রেলারে সোহিনীর সাথে কড়া টক্কর দিতে দেখা গেছে দেবাশিস মণ্ডল-কে। 'মন্দার' এর ট্রেলার মুক্তি পাওয়ার পরপরই সৃজিত মুখোপাধ্যায়ও ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, ‘আন্তর্জাতিক মানের একটা ট্রেলার দেখলাম। হিংসে হচ্ছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports