বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt on Daughter's Birthday: মেয়ের জন্মদিনে আদুরে পোস্ট আলিয়ার, রাহাকে 'আমাদের ছোট্ট বাঘ' আখ্যা দিয়ে কী লিখলেন?
পরবর্তী খবর
Alia Bhatt on Daughter's Birthday: মেয়ের জন্মদিনে আদুরে পোস্ট আলিয়ার, রাহাকে 'আমাদের ছোট্ট বাঘ' আখ্যা দিয়ে কী লিখলেন?
1 মিনিটে পড়ুন Updated: 06 Nov 2023, 05:31 PM ISTSubhasmita Kanji
Alia Bhatt on Daughter's Birthday: দেখতে দেখতে এক বছর পূর্ণ করে ফেলল রণবীর-আলিয়ার মেয়ে রাহা। মেয়ের প্রথম জন্মদিনে কী লিখলেন অভিনেত্রী?
মেয়ের জন্মদিনে আদুরে পোস্ট আলিয়ার
ছোট্ট রাহার এক বছর পার। আলিয়া ভাট এবং রণবীর কাপুরের একরত্তি মেয়েটি দেখতে দেখতে দুইয়ে পা দিল। আর তাই মেয়ের জন্মদিন উপলক্ষ্যে এদিন একটি বিশেষ পোস্ট করলেন আলিয়া। পোস্ট করলেন একাধিক ছবিও।
রাহাকে নিয়ে আলিয়া ভাটের পোস্ট
আলিয়া এদিন তিনটি ছবি পোস্ট করেন মেয়ের। সেখানে ছোট্ট রাহার কেবল হাত দুটো দেখা যায়। একটি কেকের উপর উপর সে হাত দিয়ে রেখেছে। দুই হাতেই তাঁর কেক মাখানো। আরেকটি ছবিতে রণবীর, রাহা এবং আলিয়ার হাতের ছবি দেখা যায় যেখানে তাঁরা তিনজনেই একটি করে গাঁদা ফুল ধরে আছেন। আর শেষ ক্লিপে একটি মিউজিক শোনা যায় যেটা তিনি এবং রণবীর একসঙ্গে বাজাচ্ছেন। কোনও ছবিতেই কারও মুখ দেখা যায় না। কেবল হাতের ছবিই পোস্ট করেছেন আলিয়া।
এই ছবিগুলি দিয়ে তিনি এদিন লেখেন, 'আমাদের আনন্দ, আমাদের জীবন, আমাদের আলো... মনে হচ্ছে এই তো সেদিন তুমি যখন আমার পেটের মধ্যে লাথি মারছ তখন আমরা তোমার জন্য এই গানটি বাজাচ্ছি। এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা ভীষণ খুশি তোমায় আমাদের জীবনে পেয়ে। তোমার জন্যই প্রতিদিনকেই যেন মনে হয় একটা সুস্বাদু টেস্টের কেকের টুকরো। শুভ জন্মদিন আমার ছোট টাইগার। আমরা তোমাকে ভীষণ ভালোবাসি।'
এদিন আলিয়া ভাটের পোস্টে দিয়া মির্জা মন্তব্য করেন। তিনি লেখেন, 'শুভ প্রথম জন্মদিন রাহা।' অর্চনা পুরান সিং অনেকগুলো লাল হৃদয় এবং চুমুর ইমোজি পোস্ট করেন। দিশা পারমারকেও এদিন কমেন্ট করতে দেখা যায় এই পোস্টে।