বাংলা নিউজ > বায়োস্কোপ > Alia Bhatt: কলেজ পড়ুয়ার রোলের জন্য অডিশন দেন স্কুলের জামায়! আলিয়াকে নিয়ে চিন্তায় ছিলেন মা সোনি
পরবর্তী খবর
Alia Bhatt: কলেজ পড়ুয়ার রোলের জন্য অডিশন দেন স্কুলের জামায়! আলিয়াকে নিয়ে চিন্তায় ছিলেন মা সোনি
1 মিনিটে পড়ুন Updated: 10 Dec 2023, 11:08 AM ISTPriyanka Bose
সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ অংশ নিয়েছিলেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রী। ব্যক্তিগত এবং পেশাদার জীবন সম্পর্কে কথা বলেছেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর জন্য প্রথমবার কেজো-র সঙ্গে দেখা করার সময় কী করেছিলেন আলিয়া, সেকথা জানিয়েছেন।
স্কুল ইউনিফর্ম পরে SOTY-র জন্য অডিশন দেন আলিয়া ভাট
২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিসে সুপার হিট হয়েছিল করণ জোহর পরিচালিত ওই ছবি। সম্প্রতি করণ জোহরের সঙ্গে প্রথম সাক্ষাতের সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন আলিয়া।
সম্প্রতি রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ অংশ নিয়েছিলেন গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি অভিনেত্রী। ব্যক্তিগত এবং পেশাদার জীবন সম্পর্কে কথা বলেছেন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর জন্য প্রথমবার কেজো-র সঙ্গে দেখা করার সময় কী করেছিলেন আলিয়া, সেকথা জানিয়েছেন।
আলিয়া জানান, 'আমি যখন স্কুলে ছিলাম তখন স্টুডেন্ট অফ দ্য ইয়ার-এর জন্য করণ জোহরের সঙ্গে দেখা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি তখন ক্লাস ১১-এ পড়তাম। আক্ষরিক অর্থে স্কুল থেকে বাড়ি যাচ্ছিলাম, তাই আমি ইউনিফর্মে ছিলাম। সেই সময় অনেকটা নাদুসনুদুস ছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই খেতে খুব ভালোলাগত। আমি ভেবেছিলাম, 'আমি দেখতে দুর্দান্ত, এতো কোনও ভুল নেই।' আমি ওর অফিসে গিয়েছি, ও আমাকে ব্যক্তিগত ভাবে বলেছিল, মনের মতো আমি। আমাকে একটি অডিশন দিতে বলেছিল'। অভিনেত্রী জানিয়েছেন, অডিশন কি ছিল সেই সময়ে তিনি জানতেন না। কিন্তু তবুও তিনি এগিয়ে গিয়েছিলেন এবং বাকিটা ইতিহাস।