বড়ে মিঁয়া, ছোটে মিঁয়া বক্স অফিসে আশানুরূপ সাফল্য় পায়নি। কিন্তু থেমে থাকতে জানেন না অক্ষয় কুমার। এবার ‘সরফিরা’ নিয়ে হাজির হচ্ছেন বলিউডের খিলাড়ি কুমার। সুধা কোঙ্গারার পরিচালিত এই ছবিতে উঠে আসবে এক আম আদমির স্বপ্নপূরণের লড়াই।
ছবিতে এক নিম্নমধ্যবিত্ত গ্রাম্য যুবকের চরিত্রে রয়েছেন অক্ষয়। যাঁর জীবনের একমাত্র স্বপ্ন কম খরচে বিমান পরিষেবা চালু করা। যাতে সাধ্যের মধ্যে সাধপূরণ করতে পারেন গ্রামের মানুষজন। প্লেনে চড়ার ব্যাপারটা যাতে শুধু উচ্চশ্রেণির মানুষের মধ্যেই আটকে না থাকে।
অক্ষয়ের এই ছবির কেন্দ্রে ফের এভিয়েশন ইন্ডাস্ট্রি। অক্ষয় ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পরেশ রাওয়াল, রাধিকা মদন এবং সীমা বিশ্বাস। সুধা কোঙ্গারা পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুলাই। আরও পড়ুন: বয়স নাকি ৫৮! ‘সরফিরা’ অক্ষয়ের হট লুকে ঘায়েল ভক্তরা, কবে মুক্তি পাবে এই ছবি?
সরফিরার ট্রেলার
তামিল ভাষায় সুরারাই পোট্রুর ছবির অফিসিয়্যাল রিমেক এই ছবি। সুরিয়া অভিনীত অরিজিন্যাল ছবিটিও পরিচালনা করেছিলেন সুধা কোঙ্গারা। জরন্দেশ্বরের কাছে অবস্থিত এক ছোট্ট গ্রামের বাসিন্দা বীর মাত্রের গল্প বলবে এই ছবি। গলা পর্যন্ত ঋণে ডুবে রয়েছে সে, এক পয়সার পুঁজি নেই। আছে শুধু বিজনেস আইডিয়া।