প্রসঙ্গত ২০২১-এর ৮ সেপ্টম্বর মৃত্যু হয় অরুণা ভাটিয়ার। অক্ষয় বলেন, মায়ের মৃত্যুর পর আমার একটা ছবিও হিট করেনি। এখনও শ্যুটিং শেষে মায়ের ঘরে গেলেই আমার চোখে জল এসে যায়। জীবিত থাকলে তিনি যদি বক্স অফিসে ছেলেকে বারবার ব্যর্থ হতে দেখতেন তাহলে কী বলতেন? এপ্রসঙ্গে অক্ষয়ের কথায়, মা থাকলে বলতেন, ‘মন খারাপ কোরো না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন…’
না অরুণা ভাটিয়ার সঙ্গে অক্ষয় কুমার
সারা আলি খান, ইব্রাহিম আলি খান, জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডে থেকে সুহানা খান, আরিয়ান খান, কমবেশি বেশিরভাগ তারকা সন্তানকে পরিবারের ঐতিহ্য মেনে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যোগ দিতে দেখা যাচ্ছে। কেউ অভিনয়ে তো কেউ আসছেন ছবি পরিচালনায়। কিন্তু সুপারস্টার অক্ষয় কুমারের ছেলে আরভ-কে কবে দেখা যাবে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে? সম্প্রতি, এমনই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন আক্কি। তবে জবাব দিতে গিয়ে অভিনেতা জানিয়েছেন অভিনয় দুনিয়া নিয়ে কোনও আগ্রহ নেই তাঁর ছেলের।
অক্ষয়কে প্রশ্ন করা হয়, তিনি কি চান না ছেলে আরভ তাঁর বাবা-মায়ের পারিবারিক ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাক? ‘ওর সিনেমা নিয়ে আগ্রহ নেই, আর আমি শুধু চাই ও সুখে থাকুক।’
সাক্ষাৎকারে কথা বলার সময় উঠে আসে সাম্প্রতিক প্রয়াত অক্ষয়ের মা অরুণা ভাটিয়ার কথা। আর সেপ্রসঙ্গ উঠতেই আবেগতাড়িত হয়ে পড়েন আক্কি। মায়ের কথা বলতে বলতেই কেঁদে ফেলেন অক্ষয়। প্রসঙ্গত ২০২১-এর ৮ সেপ্টম্বর মৃত্যু হয় অরুণা ভাটিয়ার। অক্ষয় বলেন, মায়ের মৃত্যুর পর আমার একটা ছবিও হিট করেনি। এখনও শ্যুটিং শেষে মায়ের ঘরে গেলেই আমার চোখে জল এসে যায়। জীবিত থাকলে তিনি যদি বক্স অফিসে ছেলেকে বারবার ব্যর্থ হতে দেখতেন তাহলে কী বলতেন? এপ্রসঙ্গে অক্ষয়ের কথায়, মা থাকলে বলতেন, ‘মন খারাপ কোরো না, ঈশ্বর তোমার সঙ্গে আছেন…’