২ এপ্রিল ৫৫-তে পা দিলেন অজয় দেবগন। সোশ্যাল মিডিয়ায় তাই সকাল থেকেই ট্রেন্ড করছে ‘Happy Birthday Ajay’। সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী। তবে শুধু সোশ্যাল মিডিয়া নয়, এদিন অজয়ের বাড়িতেও শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন তাঁর অনুরাগীরা।
তবে অজয়ও অনুরাগীদের নিরাশ করেননি। অনুরাগীদের সঙ্গে দেখা করতে নিজের ‘শিবশক্তি’ অ্যাপার্টমেন্টের বাইরে বের হয়ে আসেন সুপারস্টার। অনুরাগীদের উদ্দেশ্যে হাত জোড় করতে দেখা যায় অজয়কে। তাঁর হাতে তখন তুলে দেওয়া হয় অসংখ্য উপহার। তবে তখনও তারকাকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্বের পর ফের 'শিবশক্তি' অ্যাপার্টমেন্টের ভিতরে ঢুকে যান অজয়। তারই এক টুকরো ঝলক উঠে এসেছে পাপারাৎজির ক্যামেরায়।
আরও পড়ুন-অনুজ মারা যাবে! 'অনুপমা'র উত্তরাধিকার বহন করবে ছোট অনু? ৫ বছর পর কীভাবে এগোবে গল্প?