কার্গিল যুদ্ধের উপর বানানো হয়েছিল বলিউডের বিখ্যাত ছবি LOC: কার্গিল। বীর শহীদ এবং ভারতীয় সেনার জয়গাঁথা তুলে ধরা হয় এখানে। তারকাখচিত এই ছবিটি ২০০৩ সালে মুক্তি পেয়েছিল। অজয় দেবগন, সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সইফ আলি খান, রানি মুখোপাধ্যায়, অক্ষয় খান্না প্রমুখ অভিনীত ছবিটি দেখতে দেখতে ২০ বছর পূর্ণ করে ফেলল। সেই ছবির স্মৃতি হাতড়ে এদিন বিশেষ পোস্ট লিখলেন অভিষেক এবং অজয়।
LOC: কার্গিল নিয়ে কী লিখলেন অজয় এবং অভিষেক?
অভিষেক বচ্চনকে এদিন চারটি ছবির কোলাজ বানিয়ে পোস্ট করতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিটি পোস্ট করে একটি স্মৃতিমেদুর ক্যাপশন লেখেন অভিনেতা। জুনিয়র বচ্চন এদিন তাঁর টুইটারের পোস্টে লেখেন, 'সময় কত দ্রুত পেরিয়ে যায়। ভাবতেই পারছি না ২০ বছর কেটে গেল LOC: কার্গিল মুক্তি পাওয়ার পর। অনেক বন্ধুর সঙ্গে এই ছবি বানানোর স্মৃতি এখনও অমলিন। কিন্তু তার থেকেও বড় কথা এবং সম্মানের যে আমাদের দেশের হিরো, সেনাদের গল্প আমরা এভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছিলাম। ধন্যবাদ জেপি সাহেব আমায় এই ছবিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।'
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরে চমকিত সাহেব, কোন প্রসঙ্গে বললেন, 'হেল অ্যান্ড হেভেন ফারাক'?
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে ওয়ার ২-র শুটিং শুরু করবেন হৃতিক, সঙ্গে থাকছেন RRR খ্যাত জুনিয়র NTR