সদ্য মা হয়েছেন তিনি। গত মার্চের শুরুতেই সুদীপ সরকারের সঙ্গে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী। তারপর ৩ মাসও কাটেনি সদ্যোজাতকে বাড়িতে রেখেই কাজে ফিরলেন 'নতুন মা' অনিন্দিতা।
হ্যাঁ, ঠিকই শুনছেন মাত্র ২ মাস মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে অবশেষে কাজে ফিরলেন তেঁতুলপাতা অভিনেত্রী। আর এই সুখবরটা তিনি নিজেই সোশ্য়াল মিডিয়ার মাধ্যমে দিয়েছেন অনুরাগীদের। শ্যুটিং ফ্লোরে চিত্রনাট্য হাতে ছবি দিয়ে ১৪ মে বুধবার অনিন্দিতা লেখেন, ‘And সিরিয়াল পিসি is back to তেঁতুলপাতা’। অনিন্দিতার এই পোস্টে সহকর্মী ও অনুরাগীদের অনেকেই তাঁকে পাল্টা ভালোবাসা জানিয়েছেন।
সন্তান জন্মের আগে পর্যন্ত ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে নিয়মিত দেখা যেত অনিন্দিতাকে। তারপর মাতৃত্বকালীন ছুটিতে চলে যান তিনি। তবে এই অল্প সময়ের মধ্যেই ছোট পর্দার ‘সিরিয়াল পিসি’কে মিস করতে শুরু করেন দর্শকরা। আর অবশেষে তিনি দর্শক দরবারে ফিরলেন।
প্রসঙ্গত, এর আগে সাধারণত নেতিবাচক চরিত্রেই তাঁকে বেশি দেখা গেলেও ‘তেঁতুলপাতা’-তে অনিন্দিতার ভিন্নধর্মী চরিত্র দর্শকদের মন কেড়েছিল।
আরও পড়ুন-ফের বিপাকে আমির! ‘দেশের জন্য সময় নেই আপনার’? অভিযোগে উঠল 'সিতারা জমিন পর' বয়কটের দাবি