
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিয়ের পর্ব মিটেছে। আদৃত-কৌশাম্বি এখন নব দম্পতি। শনিবার দুপুরে ভাত-কাপড়ের অনুষ্ঠানের পর সন্ধ্যায় ছিল তাঁদের রিসেপশন পার্টি। জানা যাচ্ছে, এদিন দক্ষিণ কলকাতার প্রিন্স আনওয়ার শাহ রোড লাগায়ো প্রিন্সটন ক্লাবে বসেছিল আদৃত-কৌশাম্বির রিসেপশন। সন্ধ্যা ৭টা থেকে সেই আসরে আমন্ত্রিত ছিলেন অতিথিরা।
আদৃত-কৌশাম্বির বিয়ের মতো, রিসেপশনেও আমন্ত্রিত ছিল টিম 'ফুলকি' থেকে টিম ‘মিঠাই’। ছিলেন টলিপাড়ার আরও অনেকেই। এদিন সকলের সামনেই 'থ্রি টিয়ার' কেক কেটে একে অপরকে খাইয়ে দিতে দেখা যায় আদৃত-কৌশাম্বিকে। সেই কেক অতথিদেরও দেওয়া হয়। সে তো নাহয় হল, তবে আদৃত-কৌশাম্বি রিসেপশনের মেনুতে কী কী ছিল?
আদৃত-কৌশাম্বির রিসেপশনের বুফেতে ছিল নানান রকমারি খাবার। চলুন দেখে নি সেগুলো কী কী?
জানা যাচ্ছে, শনিবার যে প্রিন্সটন ক্লাবে বসেছিল আদৃত-কৌশাম্বির রিসেপশন, জানা যাচ্ছে, সেখানে বিয়ের জন্য ব্যাঙ্কোয়েট বুক করতে কমবেশি ১ লক্ষ টাকা ভেনু চার্জ দিতে হয়। তবে সেটা শুধুই বেসিক প্যাকেজ। ভেনু বুকিং-এর পাশাপাশি আপনার অতিথিদের সংখ্যানুসারে খাবারের দাম চোকাতে হবে। প্লেট প্রতি খাবার শুরু হয় ১৬৫০ টাকা থেকে। এরপর মেনুর উপর নির্ভরশীল টাকার অঙ্কটা। অর্থাৎ ৩০০ জন অতিথির খাওয়ার খরচ কমপক্ষে ৫ লক্ষ টাকা। ডেকোরেশন-আলোকসজ্জার জন্য আলাদা গ্যাঁটগচ্ছা দিতে হবে।
এদিকে শুক্রবার বিয়ের ছবি প্রথম পোস্ট করেন অভিনেতা আদৃত রায়। বউকে চ্যাংদোলা করে তুলে রয়েছেন উচ্ছেবাবু। ক্যাপশনে লেখেন, ‘আপনাদর আর্শীবাদের জন্য ধন্যবাদ’। মিনিট খানেক পরে বিয়ের আসরের অপর দুই ছবি পোস্ট করে মিসেস রায় লেখেন, ‘অন্তহীনের পথে যাত্রা শুরু হল…’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports