আদৃত-কৌশাম্বি, এই নামটাই এখন টলিপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে। একসময় এই জুটির প্রেমের গুঞ্জন ছিল। এখন তাঁরা বিয়ে করছেন। এই বৈশাখেই তাঁদের ৪ হাত এক হবে। দু'দিন আগেই 'ফুলকি'র সেটে ঘটা করে আয়োজিত হয় কৌশাম্বির আইবুড়ো ভাতের অনুষ্ঠান। এবার একান্তে একে অপরের সঙ্গে ডিনার ডেটে গেলেন ‘হবু বর-বউ।’
শুধু একান্তে খাওয়া-দাওয়াই নয়, সঙ্গে সেই মুহূর্তটি স্মরণীয় করে রাখতে আদৃতের সঙ্গে সেলফিও তুললেন কৌশাম্বি। সেই ছবি উঠে এসেছে তাঁদের ফ্যান পেজের পাতায়। সেখানে দেখা যাচ্ছে সেলফির জন্য কৌশাম্বির দিকে কিছুটা ঝুঁকে যান আদৃত। খুব সম্ভবত ডিনার ডেটে গিয়ে আদৃতের সঙ্গে এক প্লেটেই খাবার খাচ্ছিলেন কৌশাম্বি। তবে মেনুতে ঠিক কী ছিল সেটা ঠিক স্পষ্ট নয়।
আরও পড়ুন-ফুলকির মেকআপ রুমে তখন উলুধ্বনি! ফের আইবুড়ো ভাত খেলেন কৌশাম্বি, নায়ক অভিষেককে করলেন প্রণাম


ফ্যান পেজের তরফে আদৃত-কৌশাম্বির এই মুহূর্তটি পোস্ট করে ক্যাপশানে লেখা হয়েছে, ‘ঘুম থেকে উঠেই এত্তো সুন্দর একটা আদৃশাম্বি মোমেন্ট পেয়ে যাবো ভাবতেই পারিনি।দুজনকে একসঙ্গে কী মিষ্টি দেখতে লাগছিলো আর আদৃতের প্লেটটা খালি, আমি ভুল না হলে কৌশাম্বির প্লেট থেকে ও খাচ্ছিল মানে শেয়ারিং চলছিল’। এদিকে ডিনার ডেট থেকে বের হতেই এক অনুরাগীর সঙ্গে লেন্সবন্দি হন আদৃত-কৌশাম্বি।

এদিকে দু'দিন আগেই মিঠাই-এর সেটে দু'বার উদযাপন হয় কৌশাম্বি চক্রবর্তীর আইবুড়ো ভাত। প্রথমে অর্পিতা মণ্ডল, পিয়ালী শাসমল, অভিষেক বসুরা তাঁকে চাউমিন, কাটলেট খাওয়ান। পরে কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া করেন কৌশাম্বি। মেনুতে ছিল, ভাত, পোলাও, ৫ রকমের ভাজা, ডাল, মাছ, সবজি, লুচি, বেগুন, দই, মিষ্টি চাটনি, আর সামনে রাখা ছিল বড় একটা ডাব।
প্রসঙ্গত আদৃত-কৌশাম্বির প্রেমের শুরু হয় 'মিঠাই'-এর সেটে। যদিও তার আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন আদৃত রায়। ১০ বছরের সম্পর্ক ছিল সেটি। শোনা যায়, পুরনো প্রেমিকার সঙ্গে বিয়ের পাকা কথাও হয়ে গিয়েছিল আদৃতের। আদৃত রায়ের প্রাক্তন প্রেমিকার নাম সুপ্রিয়া মণ্ডল। গ্ল্যামার জগতে পা দেওয়ার আগে থেকেই সম্পর্কে ছিলেন তাঁরা। শোনা যায়, ২০২১ সালের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আদৃত-সুপ্রিয়ার।
আদৃতের পাশে একটা সময় হামেশাই দেখা যেত সুপ্রিয়াকে। সেটা মিঠাইয়ের সেট হোক বা রাজ চক্রবর্তীর অফিস, কিংবা ঘরোয়া আড্ডা, তবে সেই প্রেম টেকেনি। তবে যে কোনও কারণেই হোক তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়।
এদিকে আদৃতের সঙ্গে ব্রেকআপ চর্চার মাঝে ২০২২-এর ফেব্রুয়ারিতে অন্য পুরুষের সঙ্গে বাগদান সেরে ফেলেন সুপ্রিয়া। তারপর থেকেই একটু একটু করে প্রকাশ্যে আসতে থাকে আদৃত-কৌশাম্বির সম্পর্কের কথা।