আদিত্য রায় কাপুর বলেন, ‘অনেকদিন পর একটু ছুটির দরকার ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তবে আমি মুম্বইয়ের বর্ষার সময়টা আমার বেশ পছন্দ। তবে এবার ওই সময়টা এখানে ছিলাম না, বেশ মিস করেছি। যদিও আমি ফিরে আসার পরও একসপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে।’
Ad
আদিত্য-অনন্যা
অনন্যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন আদিত্য রায় কাপুর। এখবর তো পুরনো। সম্প্রতি অনন্যাকে নিয়ে স্পেন এবং পর্তুগাল বেড়াতে গিয়েছিলেন আদিত্য। পর্তুগালের রাস্তায় অনন্যা-আদিত্যর প্রেমের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। আর তাই অনন্য-আদিত্যর প্রেমের খবর আর চাপা থাকেনি।
এদিকে আবার বেড়িয়ে ফিরেই একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন অনন্যা-আদিত্য। একসঙ্গে ডিনার ডেটে বের হয়েও পাপারাৎজির নজরে পড়ন তাঁরা। এবার অনন্যার নাম না করেই বেড়াতে যাওয়ার খবর একপ্রকার স্বীকার করে নিলেন আদিত্য রায় কাপুর।
আদিত্য রায় কাপুর বলেন, ‘অনেকদিন পর একটু ছুটির দরকার ছিল, তাই বেড়াতে গিয়েছিলাম। তবে আমি মুম্বইয়ের বর্ষার সময়টা আমার বেশ পছন্দ। তবে এবার ওই সময়টা এখানে ছিলাম না, বেশ মিস করেছি। যদিও আমি ফিরে আসার পরও একসপ্তাহ টানা বৃষ্টি হচ্ছে।’