
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিদেশি ছবি অনুকরণ বানানো হয়েছে বলিউড,টলিউডের বহু ছবি। এমন অভিযোগ নতুন নয়। ১৯৭৫-এ মুক্তি পাওয়া রমেশ সিপ্পি ‘শোলে’ নাকি এই অনুকরণ থেকে বাদ পড়েনি। সম্প্রতি এমনই অভিযোগ উসকে দিলেন আদিল হুসেন। প্রমাণ হিসাবে শেয়ার করেছেন একটি পশ্চিমি ছবির দৃশ্য।
আদিল হুসেন টুইটারে ১৯৬৮-এর মুক্তি পাওয়া সার্জিও লিওনের আইকনিক ছবি স্প্যাগেটি ওয়েস্টার্ন-এর ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন ওয়েস্ট’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন। যে দৃশ্যটি আপনাকে ‘শোলে’র একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেবে। মনে পরে 'শোলে'তে যেখব গব্বর (আমজাদ খান) ঠাকুরের (সঞ্জীব কুমার) পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলেছিলেন? ওই দৃশ্যটি সার্জিও লিওনের ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ থেকে টোকা হয়েছিল বলে মনে করা হয়।
‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ ছবির সেই দৃশ্যটিই শেয়ার করে আদিল হুসেন লেখেন, ‘হা হা... কে ভেবেছিল যে ভারতের সবচেয়ে বেশি দেখা/প্রশংসিত ছবিগুলির একটির অংশ নীচের এই ছবি থেকে অনুকরণ করা... সম্ভবত আপনি এটি ইতিমধ্যেই জানতেন? .. কিন্তু বলেননি..’
আরও পড়ুন-‘আমার স্বামী খারাপ মানুষ ছিলেন না, তারপরেও ১১ বছরের বিয়ে ভেঙে দি’, বলছেন পূজা ভাট
আরও পড়ুন-দেড় কোটির পোর্শেতে বসে গাড়ি চালানো শিখছেন মাধবন পুত্র বেদান্ত, দেখে নেটপাড়া বলছে…
আরও পড়ুন-কঙ্গনা প্রেমিকা হিসাবে ভয়ানক, ওঁর বিরুদ্ধে মুখ খুলে ভুল কিছু করিনি: অধ্যায়ন সুমন
আদিল হুসেনের এই পোস্টে নিচে অভিনেতা রণবীর শোরে একটি মজার জিআইএফ পোস্ট করেছেন। আরও একটি টুইটে রণবীর লিখেছেন, 'তারপরেও ওরা ভাবছে এটাকে কেন বলিউড বলা হয়!'
আদিলের টুইটে একজন নেটনাগরিক লিখেছেন, ‘এখন ওরাঁ কাঁদবে যে কেন ওঁরা অস্কার পায় না!’ আরও একজন লেখেন ‘কপি মাস্টার।’ একই লাইনে আরেকজন লিখেছেন, ‘সংশোধন- #বলিউড ছাদের উঠে চিৎকার করে বলে পাইরেসি হয়েছে। (কান্না ও হাসির ইমোজি)।’
আরও একজন জানিয়েছেন, ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্টের সিকোয়েন্সটি আসলে পরিচালক আকিরা কুরোসাওয়া-র ১৯৫৪ সালের জাপানী মহাকাব্য ‘সেভেন সামুরাই ’থেকে অনুপ্রাণিত। কারোর কথায়, প্রায় কমবেশি প্রতিটি ভাষার কোনও না কোনও ছবিতে কুরোসাওয়ার সেভেন সামুরাই থেকে অনুপ্রাণিত হয়ে একটি থিম রয়েছে।' আরও একজন মনে করিয়ে দিয়েছেন, ‘স্যার, সার্জিও লিওন নিজেই আকিরা কুরোসাওয়ার সামুরাই চলচ্চিত্রগুলি দ্বারা ব্যাপকভাবে অনুপ্রাণিত হয়েছিলেন।’ তবে অপর জন এই যুক্তি খণ্ডন করে লিখেছেন, ‘অনুপ্রাণিত করা এবং চুরি করা এক বিষয় নয়!'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports