বিদেশি ছবি অনুকরণ বানানো হয়েছে বলিউড,টলিউডের বহু ছবি। এমন অভিযোগ নতুন নয়। ১৯৭৫-এ মুক্তি পাওয়া রমেশ সিপ্পি ‘শোলে’ নাকি এই অনুকরণ থেকে বাদ পড়েনি। সম্প্রতি এমনই অভিযোগ উসকে দিলেন আদিল হুসেন। প্রমাণ হিসাবে শেয়ার করেছেন একটি পশ্চিমি ছবির দৃশ্য।
আদিল হুসেন টুইটারে ১৯৬৮-এর মুক্তি পাওয়া সার্জিও লিওনের আইকনিক ছবি স্প্যাগেটি ওয়েস্টার্ন-এর ছবি ‘ওয়ান্স আপন এ টাইম ইন ওয়েস্ট’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন। যে দৃশ্যটি আপনাকে ‘শোলে’র একটি দৃশ্যের কথা মনে করিয়ে দেবে। মনে পরে 'শোলে'তে যেখব গব্বর (আমজাদ খান) ঠাকুরের (সঞ্জীব কুমার) পুরো পরিবারকে গুলি করে মেরে ফেলেছিলেন? ওই দৃশ্যটি সার্জিও লিওনের ‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ থেকে টোকা হয়েছিল বলে মনে করা হয়।
‘ওয়ান্স আপন এ টাইম ইন দ্য ওয়েস্ট’ ছবির সেই দৃশ্যটিই শেয়ার করে আদিল হুসেন লেখেন, ‘হা হা... কে ভেবেছিল যে ভারতের সবচেয়ে বেশি দেখা/প্রশংসিত ছবিগুলির একটির অংশ নীচের এই ছবি থেকে অনুকরণ করা... সম্ভবত আপনি এটি ইতিমধ্যেই জানতেন? .. কিন্তু বলেননি..’
আরও পড়ুন-‘আমার স্বামী খারাপ মানুষ ছিলেন না, তারপরেও ১১ বছরের বিয়ে ভেঙে দি’, বলছেন পূজা ভাট
আরও পড়ুন-দেড় কোটির পোর্শেতে বসে গাড়ি চালানো শিখছেন মাধবন পুত্র বেদান্ত, দেখে নেটপাড়া বলছে…
আরও পড়ুন-কঙ্গনা প্রেমিকা হিসাবে ভয়ানক, ওঁর বিরুদ্ধে মুখ খুলে ভুল কিছু করিনি: অধ্যায়ন সুমন