বাংলা নিউজ > বায়োস্কোপ > Geeta LLB: গীতার সঙ্গে হিয়ার বাস্তবে এক দারুণ মিল আছে! তবুও কেন আফসোস করে বললেন, 'এখন আর যদিও...'
পরবর্তী খবর
Geeta LLB: গীতার সঙ্গে হিয়ার বাস্তবে এক দারুণ মিল আছে! তবুও কেন আফসোস করে বললেন, 'এখন আর যদিও...'
2 মিনিটে পড়ুন Updated: 03 Feb 2024, 07:38 PM ISTSubhasmita Kanji
Geeta LLB: সবাইকে চমকে দিয়ে গীতা এলএলবি এবার টিআরপি লিস্টের দ্বিতীয় স্থানে। এই দারুণ সাফল্যের পর কী জানালেন গীতা ওরফে হিয়া?
গীতার সঙ্গে হিয়ার বাস্তবে এক দারুণ মিল আছে!
গীতা এলএলবি আসার পর থেকেই যেন সব হিসেব নিকেষ বদলে যাচ্ছে। টিআরপি লিস্টে প্রথম থেকেই নিজের দাপট দেখিয়ে আসছে স্টার জলসার এই মেগা। প্রথমে স্লট লিডার হয়, তারপর চ্যানেল টপার। এবার সবাইকে চমকে টিআরপি লিস্টে দ্বিতীয় স্থানে উঠে এসেছে হিয়া মুখোপাধ্যায় অভিনীত এই মেগা। রীতিমত টপার জগদ্ধাত্রীর ঘাড়ে নিশ্বাস ফেলছে এটি। আর এমন দুর্দান্ত সাফল্যের পরই হিন্দুস্তান টাইমস বাংলার মুখোমুখি হলেন গীতা ওরফে হিয়া মুখোপাধ্যায়।
টিআরপি তালিকায় দ্বিতীয়। এমন সাফল্যের পর কেমন লাগছে?
হিয়া: এটা বলে বোঝানো যায় বলো? একটা দুর্দান্ত অনুভূতি। এত খাটাখাটনির পর যদি সেরা হওয়া যায় কার না ভালো লাগে। খুব আনন্দ হচ্ছে।
গীতা যেমন ডানপিটে হিয়াও কি ঠিক তাই?
হিয়া: না, না। একেবারেই না। আমার সঙ্গে হিয়ার এতটুকু মিল নেই। গীতার চরিত্রের এতটুকুও যদি পেতাম তাহলে ভালো হতো। আমি কাউকে মারতে ধরতে একেবারেই পারি না।
অভিনয়ের আগে তো মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। এখনও কি সেটা কন্টিনিউ করা হয়?
হিয়া: হ্যাঁ, রবিবার করে মডেলিং করি। সময় পেলে সেটা ওখানেই কাজে লাগাই।
হঠাৎ মডেলিং থেকে অভিনয়ে আসার কথা কেন ভাবলেন?
হিয়া: আগেও বহু অফার পেয়েছি। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে আমি ২২ ঘণ্টা কাজ করতে পারব না। তখন ওরা বলে যে ১৪ ঘণ্টার শুট হয়, ২২ না। কখনও কখনও ১২-১৩ ঘণ্টাতেও হয়ে যায়। তখন সেই কথা শুনে রাজি হই। আগে সান বাংলায় কাজ করলাম, তারপর এখানে।
স্বস্তিক আপনার প্রেমে পাগল। এতবার প্রস্তাব দিচ্ছে, কবে হ্যাঁ বলবেন?
হিয়া: গীতার পাখির চোখ এখন একটাই। পদ্মকে ন্যায় বিচার দিতে হবে।
তাহলে দর্শকরা গীতার প্রথম কেস জয় কবে দেখতে পাচ্ছেন?
হিয়া: এই রে! এটা তো স্যার (ব্লুজ প্রোডাকশন হাউজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তী) জানেন। আমি তো কাদার তাল। উনি যেভাবে চালাবেন আমি সেভাবেই চলব। উনি এত সুন্দর করে সবটা বুঝিয়ে দেন যে কোনও কিছুতেই সমস্যা হয় না।