বাংলা নিউজ > বায়োস্কোপ > Geetashree Roy-Prabir Das: টলিউড-ফুটবল যোগ, 'রাশি' গীতশ্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ফুটবলার প্রবীর দাস
এক ফুটবলারের প্রেমে পড়েছেন ‘রাশি’ নায়িকা গীতশ্রী রায়। টলি পাড়ায় কান পাতলে এতদিন ধরে এই গুঞ্জনই শোনা যাচ্ছিল। তবে এবার আর রাখঢাক নয়। মনের মানুষের হাতে হাত রেখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তরুণ বাঙালি ফুটবলার প্রবীর দাস। আর এখানেই সব জল্পনার অ
প্রসঙ্গত, ডুরান্ড কাপের ফাইনালে গীতশ্রী এবং প্রবীরের ঘনিষ্ঠতা প্রথম লোকচক্ষুর নজরে আসে। কলকাতায় ফাইনাল জিতে দারুণ উচ্ছ্বসিত ছিলেন বেঙ্গালুরু সিটি এফসি-র এই ফুটবলার। নিজের সেই জয় উৎসর্গ করেন প্রেমিকা গীতশ্রীকে। ম্যাচ জেতার পর একসঙ্গে পার্টিও করতে দেখা গিয়েছে তাঁদের।
আরও পড়ুন: হিন্দি ধারাবাহিকে ডেবিউ? মুম্বই পাড়ি দিতে পারেন টলি পাড়ার এই বিখ্যাত নায়িকা