প্রয়াত অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের মা অনিতা খোসলা। বৃহস্পতিবার অভিনেত্রী মায়ের মৃত্যু সংবাদ শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়াতে। চোখে জল আনা বার্তার সঙ্গে তিনি সেই খবর ভাগ করে নেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মী, বন্ধু ও অনুরাগীরা।দিব্যা ইনস্টাগ্রামে মায়ের একগুচ্ছ ছবি শেয়ার করে নেন। যার মধ্যে কিছু ছবিতে মায়ের পাশে তিনিও উপস্থিত। সঙ্গে দেন মায়ের সঙ্গে হওয়া শেষ ফোনকলের স্ক্রিনশট। আর লেখেন, ‘মাম্মা! আমার মাকে হারিয়েছি। আমার হৃদয় চিরতরে শূন্য করে তিনি চলে গেলেন। আমি গর্বিত তোমার সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পেরে। আমি তোমাকে ভালোবাসি মা। ওম শান্তি… অনিতা খোসলার কন্যা।’দিব্যার এই পোস্টে অভিনেত্রী উর্বশী রাওতেলা মন্তব্য করেন, ‘আন্টি একজন অসাধারণ মহিলা ছিলেন। তাঁর সৌন্দর্য তাঁর শারীরিক চেহারার বাইরেও ফুটে উঠেছিল। তাঁর মধ্যে ছিল একটি উষ্ণতা যা তাঁর আশেপাসএর লোকেদেরও স্পর্শ করত। আপনি আজকে যে অসাধারণ একজন মানুষ এর পিছনে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তিনি প্রেম, শক্তি এবং মমতার একটি দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছেন। যাঁরা তাঁকে চিনতেন তাঁরা সারা জীবন তা বহন করবে নিজেদের মধ্যে।’পার্ল ভি পুরি মন্তব্য করেন, ‘জানি কোনও শব্দ আপনার ব্যথাকে বর্ণনা করতে পারবে না। কিন্তু আমাকে বিশ্বাস করুন, তিনি আপনার সঙ্গেই আছেন। আপনাকে উপর থেকে আশীর্বাদ করছেন। ও শান্তি। ’পুলকিত সম্রাট মন্তব্য করেছেন, ‘আপনার জন্য প্রার্থনা এবং শক্তি দিব্যা... তাঁর আত্মার শান্তি কামনা করি।’ ২০০৫ সালে টি সিরিজের কর্মকর্তা ভূষণ কুমারকে বিয়ে করেন দিব্যা খোসলা কুমার। কাটরার মা বৈষ্ণো দেবীর মন্দিরে চার হাত এক হয়। অভিনেত্রীর পাশাপাশি তিনি বলিউডে পরিচালক ও প্রযোজক হিসেবেও কাজ করছেন দীর্ঘসময় ধরে। সনম রে দিয়ে পা রাখেন অভিনয় জগতে। সত্যমেব জয়তে ২-তেও দেখা গিয়েছে তাঁকে। এরপর তাঁকে দেখা যাবে ইয়ারিয়া ২ ছবিতে। যেই সিনেমায় নায়কের চরিত্রে থাকছেন টলিউডের অভিনেতা যশ দাশগুপ্ত। এছাড়াও রয়েছেন হিমাংশু কোহলি, রকুলপ্রীত সিং, মিজার জাফরি। দিব্যার বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে মিজান ও যশকে। ছবিটির পরিচালন করছে রাধিকা রাও। যিনি এর আগে তৈরি করেছেন 'লাকি: নো টাইম ফর লভ', ‘সনম তেরি কসম’-এর মতো ছবি। 'ইয়ারিয়া-২' মুক্তি পাবে ২০ অক্টোবর।