
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ক্য়াডবেরির প্য়াকেট খুলতেই চমকে যান সোহম। চকোলেট বারের গায়ে ঘুরে বেড়াচ্ছে পোকা। একী কাণ্ড! এমন ঘটনায় চকোলেট সংস্থার উপর বেজায় বিরক্ত অভিনেতা সোহম চক্রবর্তী। নিজের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় উগরে দিয়েছেন তিনি। সোশ্য়াল মিডিয়া এক্সে (পূর্বে টুইটার) নিজের ক্ষোভ উগরে দিয়ে ছবি সহ লম্বা লেখা পোস্ট করেছেন সোহম।
ঠিক কী লিখেছেন সোহম চক্রবর্তী?
অভিনেতা লেখেন, ‘একই সঙ্গে অপ্রীতিকর এবং বিস্ময়কর! ক্যাডবেরি চকোলেটের প্যাকেটে পোকা দেখতে পাব এমনটা আশাও করিনি। হতাশ এবং বিরক্ত!!! আপনি যদি বাচ্চাদের বা প্রিয়জনকে ক্যাডবেরির চকলেট উপহার দেওয়ার পরিকল্পনা করছেন, তবে সতর্ক থাকুন! আমরা ক্যাডবেরির চকোলেটে একটা কৃমি খুঁজে পেয়েছি।’ সোহম ক্যাডবেরি ও প্য়াকেটের ছবিও পোস্ট করেছেন। আর তাতে কৃমির মতো একধরনের পোকা দেখা যাচ্ছে।
আরও পড়ুন-বাঙালি বাবু সেজে সামনে এল ছোট্ট ধীর, অন্নপ্রাশনে ছেলের মুখ দেখালেন গৌরব-ঋদ্ধিমা
তবে এই প্রথম নয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত ৯ ফেব্রুয়ারি ছিল চকোলেট ডে। ওইদিন হায়দরাবাদের একটা দোকান থেকে প্রেমিকার জন্য রোস্টেড আমন্ড চকোলেট কিনেছিলেন এক যুবক। প্রথমে প্রেমিকের কাছ থেকে চকোলেট পেয়ে উচ্ছ্বসিত হলেও পরে প্যাকেট খুলতেই চমকে উঠেছিলেন ওই প্রেমিকা। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা সেই ভিডিয়োতেও দেখা গিয়েছিল চকলেটের গায়ে পোকা ঘুরে বেড়াতে। সেসময় তাঁরাও ক্য়াডবেরি কোম্পানির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
এদিকে কাজের ক্ষেত্রে শোনা যাচ্ছে, বাংলাদেশের অভিনেত্রী পরীমনির সঙ্গে জুটি বেঁধে ছবি করছেন। নাম ছবির নাম ‘ফেলুবকশি’। এছাড়াও সোহম চক্রবর্তী নিজের প্রযোজনায় তৈরি হচ্ছে 'শাস্ত্রী' নামে একটা ছবি। যে ছবিতে কাজ করছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়। শেষবার দেবের 'প্রধান'-এ দেখা গিয়েছিল সোহমকে।
৳7,777 IPL 2025 Sports Bonus