বাংলা নিউজ > বায়োস্কোপ > Saheb Bhattacharya: কথার সেটে সরস্বতী পুজোর পিকনিক, খাবার টেবিল থেকে ছবি পোস্ট, সাহেবের প্লেট নেই কেন?
পরবর্তী খবর
Saheb Bhattacharya: কথার সেটে সরস্বতী পুজোর পিকনিক, খাবার টেবিল থেকে ছবি পোস্ট, সাহেবের প্লেট নেই কেন?
1 মিনিটে পড়ুন Updated: 17 Feb 2024, 11:21 AM ISTRanita Goswami
সরস্বতী পুজোর পিকনিক, তাই মেনুতে পুরোটাই নিরামিষ। রয়েছে খিচুরি, সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি আর চাটনি। ছবি পোস্ট করে ক্যাপশানে সাহেব লিখেছেন, 'আমাদের স্টুডিওতে সরস্বতী পূজা পিকনিক। যে পরিবার একসঙ্গে তাঁরা একসঙ্গেই খাবার খাচ্ছে।
'কথা' সেটে পিকনিক
বাঙালির কাছে সরস্বতী পুজোর আনন্দটাই আলাদা। প্রত্যেক বছরই এই দিনে যে যার নিজের মতো করে আনন্দটা চেটেপুটে নেন। এবার আবার একই দিন সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইনস ডে। টলিপাড়াতেও বিভিন্ন প্রযোজনা সংস্থার অফিসে সরস্বতী পুজো বেশ ঘটা করেই সেলিব্রেট করা হয়। এবারও হয়েছে।
সরস্বতী পুজোয় জমিয়ে মজা করেছেন 'কথা' সিরিয়ালের অভিনেতা, কলা-কুশলীরা। ওই দিন তাঁরা শ্যুটিং করেছেন ঠিকই, তবে শ্য়ুটের ফাঁকেই হয়েছে পিকনিক, খাওয়া-দাওয়া। সরস্বতী পুজোর দিন 'কথা' সিরিয়ালের সেটে পিকনিকের আনন্দ উঠে এল অভিনেতা সাহেব ভট্টাচার্যের ক্যামেরায়। ফেসবুকের পাতায় সাহেবের পোস্ট করা ছবিতে সকলকে একসঙ্গে খেতে বসতে দেখা যাচ্ছে। যেখানে রয়েছেন সাহেব ভট্টাচার্য, তাঁর পাশে একদম প্রথমেই বসে রয়েছেন সুমন্ত মুখোপাধ্যায়। রয়েছেন অভিনেত্রী তনুকা চট্টোপাধ্যায়, সুস্মিতা দে সহ ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরা। তাঁরা সকলেই টেবিল-চেয়ারে খেতে বসেছেন, এছাড়াও ইতিউতি দেখা যাচ্ছে আরও অনেককেই।
কী ছিল ‘কথা’ সিরিয়ালের তারকাদের পিকনিকের মেনুতে?
সরস্বতী পুজোর পিকনিক, তাই মেনুতে পুরোটাই নিরামিষ। রয়েছে খিচুরির সঙ্গে আলুভাজা, বেগুনভাজা, পাঁপড় ভাজা বাঁধাকপির তরকারি আর চাটনি। ছবি পোস্ট করে ক্যাপশানে সাহেব লিখেছেন, 'আমাদের স্টুডিওতে সরস্বতী পূজা পিকনিক। যে পরিবার একসঙ্গে তাঁরা একসঙ্গেই খাবার খাচ্ছে। খাওয়াদাওয়ার সময় সকলকেই যে যাঁর চরিত্রের মেকআপে দেখা যাচ্ছে। অর্থাৎ শ্য়ুটিংয়ের লাঞ্চ ব্রেকেই খেতে বসেছিলেন তাঁরা।