বাংলা নিউজ > বায়োস্কোপ > Mir On Vote: 'আজ দেখে শুনে টিপবেন', সক্কাল সক্কাল আঙুল দেখিয়ে পোস্ট করলেন মীর, নেটপাড়া বলছে…
পরবর্তী খবর
১ জুন, গোটা দেশেই লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট চলছে। শেষ দফায় ভোট চলছে কলকাতাতেও। এদিন বহু টলি তারকাকেই নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। তারই মাঝে সমস্ত ভোটাদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কৌতুকশিল্পী, সঞ্চালক, অভিনেতা মীর আফসার আলি।
ঠিক কী বলেছেন মীর?
এদিন যখন ভোটগ্রহণ চলছে, তখনই সোশ্যাল মিডিয়ায় নিজের আঙুল দেখিয়ে মীর নিজেরই একটা ছবি পোস্ট করেন, যাতে লেখা ‘আজ দেখে শুনে টিপবেন’। ছবির ক্যাপশানে লেখা, ‘বোতামে চাপ, বুঝে দিস বাপ’। হ্যাজট্যাগে দিয়েছেন মীর আফসার আলি, আর লোকসভা ইলেকশন।