Abir Chatterjee: শহরে বাদামী হায়নার হানা, বাঁচাতে কী করবেন দীপক চ্যাটার্জি ওরফে আবির?
1 মিনিটে পড়ুন Updated: 06 Dec 2023, 08:31 PM ISTশ্রী স্বপনকুমারের গল্প 'বাদামী হায়নার কবলে' নিয়ে এই ছবিটি বানাচ্ছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। আর দেবালয়ের সেই ছবিতেই গোয়েন্দার চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্য়ায়কে। ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবি। গত অক্টোবরেই মুক্তি পেতে চয়েছিল এই ছবির টিজার। ছবিতে আবির ছাড়াও রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়।
বাদামী হায়নার কবলে