বাংলা নিউজ > বায়োস্কোপ > Abhishek-Aishwarya: হার্দিক-নাতাশার পর অভিষেক-ঐশ্বর্যর পালা? ডিভোর্স পোস্টে বচ্চন পুত্রের ‘লাইক’ নিয়ে বড় রহস্য ফাঁস!
ভরা বর্ষায় তারকা দম্পতিদের জীবনে যেন ভাঙনের মরসুম! হার্দিক-নাতাশার বিয়ে ভাঙার জল্পনায় সিলমোহর পড়েছে। বচ্চন পরিবারের ঝামেলা নিয়ে কানাঘুষো বেড়েই চলেছে! আম্বানিদের বিয়েতে ঐশ্বর্যর সঙ্গে শ্বশুরবাড়ির দূরত্ব স্পষ্ট হয়ে গিয়েছে। শাশুড়ি-ননদের সঙ্গে কার্যত মুখ দেখাদেখি বন্ধ রাই সুন্দরীর। এর মাঝেই ডিভোর্স সংক্রান্ত ইনস্টাগ্রাম পোস্টে অভিষেকের লাইক দেখে তুলকালাম কাণ্ড সোশ্যাল মিডিয়ায়! আরও পড়ুন-‘ডিভোর্স সোজা নয়…’, বিচ্ছেদ ভাবনা ঘিরে ধরেছে অভিষেককে, ঐশ্বর্যর সাথে ১৭ বছরের সংসারে চিড়!