বাংলা নিউজ > বায়োস্কোপ > Coolie 40 Years: 'ভাবতেই পারছি না...' অমিতাভের কুলির ৪০ বছর পার! বাবার ছবির বক্স অফিসে আয় নিয়ে কী লিখলেন অভিষেক?
পরবর্তী খবর
Coolie 40 Years: 'ভাবতেই পারছি না...' অমিতাভের কুলির ৪০ বছর পার! বাবার ছবির বক্স অফিসে আয় নিয়ে কী লিখলেন অভিষেক?
1 মিনিটে পড়ুন Updated: 02 Dec 2023, 02:08 PM ISTSubhasmita Kanji
Abhishek Bachchan-Coolie: দেখতে দেখতে কুলি ছবির ৪০ বছর পার। বাবার অভিনয় করা এই ছবি প্রসঙ্গে কী বললেন অভিষেক বচ্চন?
অমিতাভের কুলি নিয়ে কী লিখলেন অভিষেক?
কুলি ছবিটি মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে ৪০ বছর পেরিয়ে গেল। বলিউডের যে কটা ছবি কালজয়ী, আজও দর্শকদের মুখে মুখে ফেরে কুলি তাদের অন্যতম। এটা অমিতাভ বচ্চনের অন্যতম কাল্ট ছবিও বলা যায়। সেই ছবি ৪০ বছর পূর্ণ করতেই বিগ বির ভক্তরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন পোস্টে। তেমনই দুটো পোস্ট শেয়ার করে কী লিখলেন অভিষেক বচ্চন?
কুলি প্রসঙ্গে কী লিখলেন অভিষেক বচ্চন?
এদিন এক ব্যক্তি কুলি ছবির কিছু সিন পোস্ট করে লেখেন, 'কুলি হিসেবে অমিতাভ বচ্চন। অনেক ধন্যবাদ অমিতাভ বচ্চনজি এই ছবিতে আপনার দুর্ধর্ষ অভিনয়ের জন্য। আপনি ঘুরে দাঁড়িয়েছেন, আপনি যেখানে ছেড়ে গিয়েছিলেন আপনি আবার সেখান থেকেই শুরু করেছিলেন। এই জন্যই আপনাকে এত ভালোবাসি।' প্রসঙ্গত কুলি ছবির শুটিং করতে গিয়েই গুরুতর আহত হন অভিনেতা। সেই আঘাতের পর প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন, একটু একটু করে ঘুরে দাঁড়ান, আর বাকিটা তো সবারই জানা।
এই টুইট রিটুইট করেন জুনিয়র বচ্চন, অভিষেক। তিনি এটি শেয়ার করে লেখেন, ‘আমার জেনারেশনের অনেকেই স্লো মোশনে এভাবে প্ল্যাটফর্মে দৌড়েছে। এটাকে অনুকরণ করার চেষ্টা করেছে। কী দুর্দান্ত সব স্মৃতি। ভাবতেই পারছি না ৪০ বছর পেরিয়ে গেল।’