
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্স দেন আমির খান। লাল সিং চাড্ডা মুক্তির আগেই করেছিলেন দুজনে সংসার ভাঙার বড় ঘোষণা। তারপর থেকেই একাধিকবার আমিরের বিয়ের খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেরই ধারণা ফতিমা সানা শেখকে বিয়ে করতে চলেছেন লগন-অভিনেতা খুব জলদি। তবে আমিরের মতো আজকাল চর্চায় থাকেন তাঁর মেয়ে ইরা খানও। তা বাবাকে নিয়ে কী খবর শেয়ার করলেন এই কন্যে হঠাৎ?
আমির খান ও রিনা দত্তের সন্তান ইরা। তাঁদের আরেক সন্তানও হয়, ছেলে জুনায়েদ। সম্প্রতি মানসিক স্বাস্থ্য নিয়ে অগস্তু ফাউন্ডেশনের সূচনা করেছেন আমির-কন্যা। এই অর্গানাইজেশনের উপদেষ্টা হিসাবে রয়েছেন ইরার বাবা আমির এবং মা রিনা দত্ত।
তারকা কন্যা হওয়ার প্রতিক্রিয়া নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন ইরা। জানান, ‘বাবা অনেক ভালো কাজ করেছেন। তাই মানুষ আমাকেও অন্ধভাবে বিশ্বাস করে ফেলেন। আমি যদি সামান্যতম ভুলও করে ফেলি তবে তা প্রথমে আমার মুখে ভার করে দেয়। তারপর আমার বাবার।’ আরও পড়ুন: বউয়ের গালে নাক ঘষে আদর! নেটপাড়ায় ফের ভাইরাল অরিজিৎ-কোয়েলের ঘনিষ্ঠ মুহূর্ত
প্রসঙ্গত, বাবার মতো প্রেম নিয়ে বরাবরই খুল্লামখুল্লা ইরা। ফিটনেস কোচ নূপুর শিখরের সঙ্গে সম্পর্ক কখনোই লুকিয়ে রাখার চেষ্টা করেননি। দু বছর প্রেমের পর গত বছর সেরে ফেলেন বাগদান। যে অনুষ্ঠানে হাজির ছিলেন আমিরের দুই প্রাক্তন স্ত্রী-ই। কোডিভ লকডাউনের মাঝেই একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ২০২১ সালের ভ্যালেন্টাইন্স উইকে সম্পর্কে শিলমোহর দেন দুজনে।
পর্দার সামনে নয়, বরং পর্দার পিছনেই কাজ করতে আগ্রহী ইরা। বেশ কয়কে বছর আগেই একটি নাটক পরিচালনা করেছেন আমির কন্যা। অভিনেত্রী হওয়ার কোনও ইচ্ছাই তাঁর নেই তা স্পষ্ট করে দিয়েছেন ইরা খান।
আপাতত আমির লাল সিং চাড্ডা ফ্লপ করার পর কাজ থেকে বিরতি নিয়েছেন। ৩০০ কোটি বাজেটের ছবিটি বিশ্বব্যপী মাত্র ১২৯.৬৪ কোটি আয় করে। ছবিটি পরে নেটফ্লিক্সে মুক্তি পায়।
তবে খবর রয়েছে, পর্দায় ফিরবেন রাজকুমার হিরানির ছবি দিয়ে। ২০১৪ সালের পিকে ছবিতে শেষ একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। তার আগে ২০০৯ সালে এই হিট জুটি দর্শকদের উপহার দিয়েছিল থ্রি ইডিয়টসের মতো ছবি। এবার দুজনে মিলে আনছেন বায়োপিক। যদিও কার বায়োপিক বানানো হবে তা এখনও খোলসা করা হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports