ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমির গিয়ে রীনা দত্তের চেয়ার পার করে প্রথমে গিয়ে কথা বলেন মেয়ের হবু শাশুড়িমা প্রীতম শিখারের সঙ্গে, তাঁর সঙ্গে কুশল বিনিমনের পর গিয়ে হবু জামাই নূপুরের সঙ্গেও কথা বলতে দেখা যায় আমিরকে।
Ad
রীনা দত্ত, ইরার সঙ্গে আমির
মুম্বইয়ে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেখানেই হাজির আমির খানের পরিবার। নাহ আমির খানের সদ্য প্রাক্তন স্ত্রী কিরণ রাও নন, অনুষ্ঠানে দেখা গেল অভিনেতার প্রথম স্ত্রী রীনা দত্তকে। হ্যাঁ, সম্প্রতি সেই অনুষ্ঠান থেকে একটি ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়ো দেখা যাচ্ছে, অনুষ্ঠান শুরু হওয়ার বেশকিছুক্ষণ পর সেখানে পৌঁছোন আমির খান। ইতিমধ্যেই সেখানে পৌঁছেগিয়েছিল আমিরের পরিবার। আমির গিয়ে সেই গোল টেবিলে গিয়ে বসেন, যেখানে বসেছিলেন তাঁর প্রথম স্ত্রী রীনা দত্ত, মেয়ে ইরা খান, হবু জামাই নূপুর শিখারে, আর তাঁর নৃত্যশিল্পী মা প্রীতম শিখারে।ভিডিয়োতে দেখা যাচ্ছে, আমির গিয়ে রীনা দত্তের চেয়ার পার করে প্রথমে গিয়ে কথা বলেন মেয়ের হবু শাশুড়িমা প্রীতম শিখারের সঙ্গে, তাঁর সঙ্গে কুশল বিনিমনের পর গিয়ে হবু জামাই নূপুরের সঙ্গেও কথা বলতে দেখা যায় আমিরকে।
এদিন আমিরকে দেখা গিয়েছে নীল জিন্স আর মেরুন কুর্তায়। রীনা দত্ত পরেছিলেন গোলাপি শাড়ি, আর আমিরের মেয়ে ইরা পরেন কালো-সাদা চেক শাড়ি, ইরার বাগদত্তা নূপুর শিখরে নীল শার্ট, প্যান্ট এবং কালো হাফ জ্যাকেটপরেছিলেন। নূপুরের মা প্রীতমকেও ট্রাডিশনাল শাড়িতে দেখা গেল। আমিরের নাম ঘোষণা হতেই ক্যামেরার দিকে হাতজোড় করতেও দেখা গেল অভিনেতাকে। পাপারাৎজি বীরেন্দ্র চাওলার সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ভিডিয়োটি। যেখানে আমিরের প্রশংসায় ভরিয়েছেন বহু নেটনাগরিক।