
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
১৯৮৩ সালে লর্ডসের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সোনালি ইতিহাস গড়েছিল ভারত। ইতিহাসের পাতা থেকে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের সেই কাহিনি এবার রুপোলি পর্দায় নিয়ে আসছেন পরিচালক কবীর খান। মুক্তি পেয়েছে ৮৩-র ট্রেলার। বহু প্রতীক্ষিত এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোনের মতো তারকারা।
রণবীর সিং, যাকে শীঘ্রই স্পোর্টস ড্রামা ৮৩-তে দেখা যাবে। সদ্য ইনস্টাগ্রামে আসন্ন ছবির একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। এতে প্রাক্তন ক্রিকেটার বলবিন্দর সান্ধু টুর্নামেন্টের মুহূর্ত সম্পর্কে কথা বলছেন যা সিনেমায় দেখানো হয়েছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বলবিন্দর সান্ধু স্টেজে একটি পুরনো ঘটনা ব্যাখ্যা করছেন। যখন কপিল দেব, কৃষ্ণমাচারী শ্রীকান্ত এবং তাঁর অন্যান্য সহকর্মী ক্রিকেটাররা মঞ্চে পাশে বসে রয়েছেন।
বলবিন্দর সান্ধু বলেন, ‘কপিল, ইংল্যান্ডে থাকাকালীন যথারীতি ইংরেজিতে কথা বলছিলেন। সবাইকে নির্দেশনা দিচ্ছিলেন। সে আমার কাছে এসে বলল, ‘সর্দার, অনেক টাইট। আমরা সেখানে, সেখানে এবং সেখানে একজন ফিল্ডার রাখব এবং বামদিকে’। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, 'কোথায়?' কিন্তু তিনি বিরক্ত হয়ে বললেন, 'এটা ফাইনাল, এটাকে সিরিয়াসলি নিন।'
তিনি আরও বলেন, ‘কপিল তাঁর মাথায় ফিল্ড পজিশন সেট করেছিলেন। কিন্তু আমি জানতাম না যে সে কোথায় ফিল্ডার সেট করেছিল। তিনি ভেবেছিলেন আমি মজা করছি’। ছবিতে এই দৃশ্য কপিল হিসেবে রণবীরকে এবং অ্যামি ভিরককে বলবিন্দরের চরিত্রে দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিয়োটি শেয়ার করে, রণবীর লিখেছেন, 'ক্রিকেট বিশেষজ্ঞরা এখনও ফিল্ড পজিশন ডিকোড করার চেষ্টা করছেন- ‘সেখানে, সেখানে এবং সেখানে!’
আগামী ২৪শে ডিসেম্বর রুপোলি পর্দায় মুক্তি পাবে এই ছবি। রণবীরকে ছবিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে, দীপিকাকে কপিল দেবের স্ত্রী রোমিভাটিয়ার চরিত্রে দেখা যাবে। ৮৩-তে ভারতীয় টিমের ম্যানেজার মান সিং-এর চরিত্রে থাকছেন পঙ্কজ ত্রিপাঠি, অ্যামি ভিরকের ভূমিকায় দেখা মিলবে বলবিন্দর সিং সান্ধুকে। ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান সৈয়দ কিরমানির চরিত্রে কাস্ট করা হয়েছে সাহিল খট্টর, আর তাহির ভাসিনকে দেখা যাবে সুনীল গাভস্করের রোলে।
৳7,777 IPL 2025 Sports Bonus