নিজেকে ভারতের সর্বকনিষ্ঠ ধর্মগুরু বলে দাবি করে ১০ বছরের অভিনব আরোরা। সোশ্যাল মিডিয়ায় ‘বাল সন্ত’ নামে পরিচিত সে। তাঁর ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা মাথা ঘোরানো। কিন্তু নেটপাড়ায় হামেশাই ট্রোলের মুখে পড়েন অভিনব। এবার কড়া পদক্ষেপ নিল এই ধর্মগুরু।
স্বঘোষিত 'আধ্যাত্মিক বাবা' অনলাইনে হেনস্থাকারী ও ট্রোল করে ইউটিউে যারা ভিডিয়ো বানিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছে। তাঁর আইনজীবী পঙ্কজ আর্য বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ২০২৫ সালের ৩ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। সোশ্যাল মিডিয়ায় ১০ বছরের ধর্মগুরুকে হেনস্থা ও ট্রোলের অভিযোগে বেশ কয়েকজন ইউটিউবারের বিরুদ্ধে দিল্লির আদালতে মামলা দায়ের করেছেন আর্য।
আদালতে শুনানির পর সংবাদমাধ্যমকে অভিনবের আইনজীবী আর্য বলেন, ‘আইনি প্রক্রিয়া চলছে এবং আগামী ৩ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।’
তিনি মামলার প্রকৃতি সম্পর্কে বিশদে ব্যাখ্যা করতে গিয়ে প্রকাশ করেছিলেন যে একদল ব্যক্তি অভিনব অরোরা এবং তাঁর সনাতন ধর্মের প্রচারের বিরুদ্ধে চালানো নিয়ে মশকরা করেছে। তিনি বলেন, 'আমরা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে মামলা নিয়ে যেতে হলেও আমরা তাদের ছাড়ব না। আমরা এই ইউটিউবারদের বিরুদ্ধে এফআইআর করার দাবি জানিয়েছি।
কে এই অভিনব অরোরা?
দিল্লির ১০ বছর বয়সী খুদে আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়েই ইনস্টাগ্রামে কনটেন্ট তৈরি করে। অভিনব অরোরা তার ধর্মপ্রাণ অনুগামীদের জন্য অনুপ্রেরণামূলক বাণী প্রচার করে ইন্টারনেটে ঝড় তুলেছেন। ইনস্টাগ্রামে প্রায় ১০ লক্ষেরও বেশি মানুষ ফলো করেন অভিনবকে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি দ্বারা ভারতের সর্বকনিষ্ঠ আধ্যাত্মিক বক্তা হিসাবে স্বীকৃতিও পেয়েছে অভিনব,তাঁর অনুগামীদের ‘বাল সন্ত’ উপাধি দিয়েছে। তিনি নিজেকে বলরাম মনে করেন, শ্রীকৃষ্ণকে তার ছোট ভাই হিসাবে পূজা করেন।
বিভিন্ন সাক্ষাৎকারে অভিনব জানিয়েছেন, তাঁর দিন শুরু হয় ভোর সাড়ে তিনটেয়, কঠোর আধ্যাত্মিক রুটিন দিয়ে। তিনি ব্রহ্ম মুহুর্তের সময় 'মালা জপ' (জপমালা পাঠ) করেন, তারপরে বাড়িতে পূজা। তাঁর প্রাতঃকালীন আচারের মধ্যে রয়েছে তুলসী পূজা পরিক্রমা এবং বাল গোপালকে ভোগ অর্পণ করা। আধ্যাত্মিক সাধনা সত্ত্বেও, অভিনব দিল্লির একটি স্কুলে পড়ে।
উদ্যোক্তা, লেখক এবং টিইডিএক্স স্পিকার তরুণ রাজ অরোরার পুত্র অভিনব। এর আগে গত অক্টোবরে অভিনব অরোরার পরিবারের তরফে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।অভিনবের মা জ্যোতি অরোরা জানিয়েছেন, অভিনব ভক্তি ছাড়া আর কিছু করেনি যে তাকে এত কিছু সহ্য করতে হয়।