রবিবার ব্রিগেডের মঞ্চে আব্বাস সিদ্দিকির আর্বিভাবের মুহূর্তে অধীর চৌধুরীর বক্তব্যে ছেদ নিয়ে শুরু বিতর্কে জল ঢাললেন অধীর নিজেই। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, ভাষণের মাঝখানে উদ্বেল জনতাকে শান্ত হতে বলা নিয়ে বাম নেতাদের সঙ্গে তাঁর কিছু কথা হয়েছে মাত্র। এছাড়া আর কিছু নয়। তবে ঘটনাক্রমের ব্যাখ্যা দিতে গিয়ে আব্বাস সিদ্দিকির নাম একবারও মুখে নেননি অধীরবাবু। রবিবার কী হয়েছিল মঞ্চে? এই প্রশ্নের উত্তরে অধীর চৌধুরী বলেন, ‘মানুষ চিৎকার করছিল, মঞ্চে কেউ আসছে তাকে অভিবাদন জানানোর জন্য। তাই আমি তাদের দিকে তাকিয়েই কিছুটা থামলাম। ওদের অভিবাদন জানানো হয়ে গেলে আমি আবার বলবো। তার মধ্যে সেলিম সাহেব এসে বললো, চিৎকার চেঁচামেচি হচ্ছে। এদেরকে কেউ থামতে বলবে? আমি বললাম, সেটা আপনাদের ব্যাপার। আমি তাহলে নেমে যাচ্ছি, আপনারা বলুন। তার পর বিমানবাবু এসে বললেন, আপনি বলুন। তার পর আমি শুরু করে দিলাম’।তবে তাতেও এদিনের ঘটনাক্রম নিয়ে বিরোধীদের কটাক্ষ থামেনি। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, আব্বাস সিদ্দিকি এলে সবাই উঠে দাঁড়াল। অধীরবাবুর বেলায় কিন্তু কেউ দাঁড়ায়নি। বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের কটাক্ষ, দুধের গরুর লাথি তো একটু খেতেই হবে। ওরা তো পুরোপুরি আত্মসমর্পণ করে দিয়েছে।