তৃণমূল প্রার্থীর প্রচারে নাটকীয় ভাবে দলে যোগ দিলেন এক সিপিএম কর্মী। রবিবার সকালে প্রচারে বেরিয়েছিলেন জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। সেই সময় এক সিপিএম কর্মী তাঁর কাছে এসে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সঙ্গে সঙ্গে। এই ভাবে দলে যোগ দেওয়া বিরল ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল।
রবিবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভার অন্তর্গত কুলতলির চুপিঝাড়া এলাকায় প্রচার করছিলেন তৃণমূলের প্রার্থী প্রতিমা মণ্ডল। সে সময় নাসিরুদ্দিন মণ্ডল নামে স্থানীয় এক সিপিএম নেতা তাঁর কাছে এসে তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে প্রতিমা মণ্ডল দলীয় কর্মীদের নির্দেশ দেন অবিলম্বে তাঁকে দলে সামিল করতে। নাসিরুদ্দিনের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে অনুষ্ঠানিক ভাবে নাসিরুদ্দিনকে দলে যোগদান করান।
আরও পড়ুন। বীরভূম লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম গড়ে অগোছালো বিজেপিই ভরসা শতাব্দীর
নাসিরুদ্দিন দীর্ঘদিনের সিপিএম কর্মী
কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েতের ১৭০ নম্বর বুথের সিপিএম সদস্য নাসিরুদ্দিন মণ্ডল। দীর্ঘদিন এলাকায় সিপিএম করতেন। কিন্তু রবিবার সেই সিপিএম কর্মী নাটকীয় ভাবে ঘাসফুলের পতাকা হাতে নিলেন।
তৃণমূলে যোগ দিয়ে নাসিরুদ্দিন বলেন, ‘তৃণমূলের উন্নয়নের কাজ দেখে ভাল লেগেছে। আমিও এই উন্নয়নের কাজে সামিল হতে চাই। তাই আমি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।’
আরও পড়ুন। 'পরমাণু বোমা বিক্রির চেষ্টায় পাকিস্তান, আর তাদের নিয়ে ভারতীয়দের ভয় দেখায় কংগ্রেস', তোপ মোদীর
আরও পড়ুন। 'কেউ CAA বাতিল করতে পারবে না...', অর্জুন গড় থেকে বাংলাকে ৫ গ্যারান্টি মোদীর
ভয় দেখিয়ে দলবদল করানো হয়েছে বলে দাবি সিপিএম নেতৃত্বের। তবে তৃণমূল বলছে, জোর করে নয় নিজের ইচ্ছায় প্রার্থীর প্রচারে এসে দলে যোগ দিয়েছেন।
ভোট ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় লাগাতার প্রচার চালাচ্ছেন গতবারের জয়ী তৃণমূল প্রার্থী। শিকেরহাটে একটি মন্দির পুজো দিলে প্রচার শুরু করেন প্রতিমা মণ্ডল।
আরও পড়ুন। আসানসোল লোকসভা কেন্দ্র ২০২৪: একদা বাম ঘাঁটিতে দুই ফুলের প্রেস্টিজ ফাইজ