সম্প্রতি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্য়ায়কে নিশানা করে তোপ দেগেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায়। নাম না করে তিনি নানা কথা বলেছিলেন। আর ভোটের দিন দেখা গেল ডাবগ্রাম ফুলবাড়িতে কার্যত দিনভর দাপট দেখালেন সেই শিখা চট্টোপাধ্য়ায়ই।
এমনকী ভোটের দিন পুলিশ আধিকারিকরা কার্যত শিখাকে আটক করারও চেষ্টা করেছিলেন বলে দাবি করা হয়েছে। তবে শিখা চট্টোপাধ্য়ায় জানিয়ে দেন, এভাবে বিধায়ককে গ্রেফতার করতে পারেন না।
এমনকী পুলিশ তাঁর গাড়ি ঘিরে ফেলেছিল। সেই সময় বিজেপি কর্মীরা তাঁর গাড়ি ঘিরে ধরে তাঁকে এলাকা থেকে বের করে নিয়ে চলে যান। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপির নেতা কর্মীদের তুমুল বচসা বাঁধে।
শিখা চট্টোপাধ্য়ায় বলেন, বিধায়ককে গ্রেফতার করতে পারে না পুলিশ। গৌতম দেবকে পুলিশ গ্রেফতার করুক। আমি বুথে ঘুরিনি। আমি কর্মীদের সঙ্গে বসে আছি। আমাকে আইন শেখাচ্ছেন। সরকারি নিয়ম লঙ্ঘন না করে আমার বিধানসভার যে কোনও কেন্দ্রে যেতে পারি। এটা মেয়রের ওয়ার্ড। তিনি ভাবছেন যদি তাঁদের ভোট কমে যায়। কেমন শান্তিনিকেতনের মতো জায়গায় বসে রয়েছি। চা খাব। ঠান্ডা খাব। সেটা করতে দিচ্ছে না।