লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। সকাল থেকেই এই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। এরই মাঝে অবাধ নির্বাচন নিশ্চিত করতে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বাম প্রার্থী মহম্মদ সেলিম। সেই সময়ই গোপীনাথপুরে এক ভুয়ো এজেন্টকে ধরে ফেলেন সেলিম। এরপরই তৃণমূল অভিযোগ করে, এলাকায় অশান্তি ছড়াচ্ছে মহম্মদ সেলিম। এক তৃণমূল কর্মী অভিযোগ করেন, বাম নেতা তাঁকে মারধর করেছেন। এই আবহে সেলিমের গ্রেফতারির দবি তোলেন। অভিযোগকারী তৃণমূল নেতার নাম হিটলার সরকার। অভিযোগকারী হিটলারের দাবি, মহম্মদ সেলিম তাঁকে সাংবাদিকদের সামনে মেরেছেন। তিনি বলেন, 'মহম্মদ সেলিম আমার কলার ধরে টেনেছেন। তাঁকে গ্রেফতার করতে হবে।' (আরও পড়ুন: '২০১৯-এ BJP যেখানে পিছিয়ে ছিল, সেখানেই কি ভোটের হার বেড়েছে...', সন্দিহান খাড়গে)
আরও পড়ুন: উদ্ধার ৩২ কোটি নগদ টাকা, ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রীর ব্যক্তিগত সচিব
জানা গিয়েছে, মুর্শিদাবাদের গোপীনাথপুরে ৩৬ নম্বর বুথে উত্তেজনার খবর পেয়ে সেখানে যান সেলিম। সেখানে গিয়ে ভুয়ো এজেন্টকে ধরেন সেলিম। এরপর গ্রামে ঢুকে পরিস্থিতির পর্যালোচনা করেন সেলিম। সেই সময় তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা তাঁকে ঘিরে ধরে 'গো ব্যাক' স্লোগান তোলেন। তৃণমূলের অভিযোগ, এলাকায় ঢুকে সেখানে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছিলেন সেলিম। এদিকে সিপিএম প্রার্থী জানান, তিনি গ্রামে ঢুকে ভোটারদের আশ্বস্ত করতে চাইছিলেন। (আরও পড়ুন: জঙ্গিপুরে ভোটকেন্দ্রের সামনেই তৃণমূল নেতার সঙ্গে হাতাহাতিতে জড়ালেন BJP প্রার্থী)
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি হবে আজ, ৬০ কিমি বেগে ধেয়ে আসছে দুর্যোগ
আরও পড়ুন: আজকের ৯৩ আসনে ২০১৯ সালে ৫১.৮% ভোট পেয়েছিল NDA! কতটা পিছিয়ে INDIA?