মহিলা সাংবাদিককে বেজায় ধমক শ্রীরামপুরের তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের। একেবারে আঙুল উঁচিয়ে কড়া ধমক। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই চরম শোরগোল। কী বললেন কল্য়াণ?সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, তিনি একেবারে আঙুল তুলে ধমক দিচ্ছেন। তিনি বলতে শুরু করে দেন, বলে দাও মিটিং করব না। প্রেসের লোকরা এসেছে। তাদের সঙ্গে কথা বলব। এতক্ষণ বসে থাকলাম, এলেন না। আর এখন বলছেন। তাঁকে ইংরেজিতে বলতে শোনা যায়, এভাবে আমায় বলবেন না।… আমি মিটিং করতে যাচ্ছি আর সেই সময় আপনি ঢুকে যাচ্ছেন। কী ভাবেন আমাকে বলুন তো! কী স্ট্যান্ডার্ডে ভাবেন! এরপরই এক নেতা কার্যত মোবাইলের ভিডিয়ো রেকর্ডিংটা বন্ধ করার জন্য় বলেন। এদিকে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে এর আগেও একাধিক ক্ষেত্রে এভাবে মেজাজ হারাতে দেখা গিয়েছে। তবে এই ভিডিয়ো একেবারে ভোটপর্বে। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।সূত্রের খবর, বুধবার আরামবাগে দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন কল্যাণ। সেখানেই ব্লকপাড়ায় কর্মীদের নিয়ে বৈঠক করার কথা ছিল। আর সেই বৈঠকে যোগ দেওয়ার আগেই এই ঘটনা। এদিকে সেই ভিডিয়োতে শোনা গিয়েছে এক তরুণী বলছেন, আপনাকে লোকসভার ফলাফল সংক্রান্ত বিষয়ে ফোন করতাম। ওই তরুণী সাংবাদিক বলে খবর মিলেছে। কিন্তু কেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এভাবে চটে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে এবার ভোটপর্বে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে সাংবাদিকদের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছিল। তার আগে একটা সময় মহুয়া মৈত্র বলেছিলেন দু পয়সার সাংবাদিক। আর এবার কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের নিশানায় সেই সাংবাদিকরাই।তবে এদিকে কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়ের এই সব মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। বিপক্ষের প্রার্থীরাও চেপে ধরেছেন তাঁকে। সিপিএম, বিজেপি সকলেই তাঁদের মতো করে কল্যাণের সমালোচনা করেছেন। তবে যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়কে আঙুল উঁচিয়ে মেজাজ দেখাচ্ছেন বলে ভিডিয়োতে দেখা গিয়েছে তা নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। অনেকের মতে, তিনি সংবাদমাধ্য়মের সঙ্গে পরে কথা বলবেন বলে জানাতে পারতেন। কিন্তু সেটা না করে তিনি আঙুল উঁচিয়ে মেজাজ দেখিয়েছেন। বিজেপি নেতা অমিত মালব্য সেই ভিডিয়ো পোস্ট করে মহুয়া মৈত্রর সেই আগের প্রসঙ্গ টেনে এনে খোঁচা দিয়েছেন তৃণমূলকে। সব মিলিয়ে শ্রীরামপুরের লোকসভা ভোটে এবার কল্যাণের এই তিরিক্ষে মেজাজকে ঘিরে নানা প্রশ্ন উঠছে।