বিপ্লব মিত্রের খাসতালুক গঙ্গারামপুর। সেখানে দাপিয়ে প্রচার করলেন মিঠুন চক্রবর্তী।
1/4মাথার উপর গনগনে সূর্য। কিন্তু তা বলে কি আর প্রচার থেমে থাকে। বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে প্রচারে বেরিয়েছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। আর সেই মিঠুনকে প্রচন্ড গরমে গঙ্গারামপুরের বিখ্য়াত দই উপহার দিলেন সুকান্ত মজুমদার। তবে গরমকালে দই বলে কথা। সেই দই একেবারে মাথায় করে নিয়ে বেরিয়ে পড়লেন মিঠুন চক্রবর্তী।
2/4একদিকে জ্বালানো পোড়ানো গরম। আর অপরদিকে জ্বালাময়ী ভাষণ। আর তার মাঝে গঙ্গারামপুরের ক্ষীর দই। এককথায় আমজনতার কাছে এই ভোটপ্রচার যেন অন্য়ভাবে ধরা দিল এদিন।
3/4গঙ্গারামপুর বরাবরই তৃণমূলের বিপ্লব মিত্রের খাসতালুক বলেই পরিচিত। আর সেই গঙ্গারামপুরেই এদিন দাপিয়ে প্রচার করলেন মহাগুরু। সেখানে আচমকাই সুকান্ত মজুমদার মাইক হাতে ঘোষণা করেন তিনি মিঠুন চক্রবর্তীকে ক্ষীর দই উপহার দিতে চান। এরপর কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আর একে গরম কাল। তার উপর গঙ্গারামপুর আসবেন আর ক্ষীর দই খাবেন না সেটা কি হয়।
4/4এক হাঁড়ি ক্ষীর দই হাজির করা হয় মহাগুরুর সামনে। উল্লসিত বিজেপি। উল্লসিত মহাগুরু। তার মধ্য়েই সেই দই মাথায় তুলে নেন মিঠুন। তবে এই ছবি দেখে অনেকেরই এদিন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়ের কথা মনে পড়ে যায়। তিনিও হুগলির দইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ ছিলেন।