
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সভা থেকে ফেরার সময় বিজেপি কর্মীদের বাস লক্ষ্য করে ইট বৃষ্টি। ইটের ঘায়ে আহত হলেন বিজেপির এক মণ্ডল সভাপতি। মঙ্গলবার রাতে দুর্গাপুরের ডিভিসি মোড়ের ঘটনা। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত জেহাদি - সন্ত্রাসবাদীরা এই হামলা চালিয়েছে। তৃণমূলের দাবি, সাজানো ঘটনা।
আরও পড়ুন: আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাবে? কীভাবে দেখবেন?
পড়তে থাকুন: মুম্বই হামলার দায় গেরুয়া শিবিরের ঘাড়ে চাপাতে চেয়েছিল কংগ্রেস: মোদী
মঙ্গলবার অন্ডালে বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ। দুর্গাপুর শহর লাগোয়া জেমুয়া এলাকা থেকে বাসে করে সেই সভায় গিয়েছিলেন বিজেপি কর্মীরা। রাতে বাড়ি ফেরার সময় দুর্গাপুরের ডিভিসি মোড়ে বিজেপির বাস লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। ইটের ঘায়ে বাসের উইন্ডশিল্ড ভাঙে। ভাঙে একাধিক জানলার কাচ। ইটের ঘায়ে আহত হন জেমুয়ায় বিজেপির মণ্ডল সভাপতি শ্রীদাম মণ্ডল।
আক্রান্ত এক বিজেপি কর্মী বলেন, ডিভিসি মোড়ের কাছে বাস পৌঁছতেই মুখে কালো কাপড় ঢাকা দুষ্কৃতীরা বাস লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গটাকে কাশ্মীর বানিয়ে ফেলেছেন। তাঁর প্রশ্রয়েই জেহাদি - সন্ত্রাসবাদীরা মুখে কাপড় বেঁধে ইট ছুড়ছে।
ইটের ঘায়ে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে স্থানীয় তৃণমূল নেতা বলেন, ‘বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই শেষ মুহূর্তে এসব করে বিভাজন তৈরি করতে চাইছে। তৃণমূল কংগ্রেস এই রাজনীতিতে বিশ্বাস করে না। এখানে বিজেপির হার নিশ্চিত। এসব করে লাভ হবে না।’
আরও পড়ুন: 'আমি বেঁচে থাকতে ধর্মের নামে মুসলিমদের সংরক্ষণ দিতে দেব না', বড় দাবি মোদীর
মঙ্গলবার পশ্চিমবঙ্গ সফরে এসে ৩টি সভা করেন আদিত্যনাথ। তিনি বলেন, রাম নবমীর মিছিলে যারা দাঙ্গা করেছে উত্তরপ্রদেশ হলে তাদের উলটো ঝুলিয়ে সোজা করে দিতাম। একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মুসলিম তোষণ ও সন্ত্রাসবাদীদের প্রতি নরম মনোভাব পোষণের অভিযোগ করেন। বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁকে টক্কর দিচ্ছেন বিজেপির দিলীপ ঘোষ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports