1 মিনিটে পড়ুন Updated: 01 Mar 2023, 05:32 PM ISTSatyen Pal
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা উন্নত ত্রিপুরা উপহার দেব। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন জানিয়েছেন, ৬০টি আসনের মধ্যে অন্তত ৪০টি আমরা( বাম কংগ্রেস জোট) পাব।
মেঘালয়ে এভাবে ভোটের দিন গ্রামবাসীদের সহায়তা করেছিলেন বিএসএফ জওয়ানরা (ANI Photo)
উৎপল পরাশর, প্রিয়াঙ্কা দেববর্মন ও অ্যালিস ইয়োসু
রাত পোহালেই তিন রাজ্য়ের ভোটের ফলাফল। নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা। সবার চোখ এখন ওই বন্ধ ইভিএমের দিকে। ওর মধ্যেই রয়েছে ভাগ্য়ের চাবিকাঠি। বৃহস্পতিবারের গণনার জন্য় যাবতীয় ব্য়বস্থা রাখা হয়েছে।
এক্সিট পোলের হিসেব বলছে ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যেতে পারে। তবে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার রাতে গুয়াহাটির একটি হোটেলে অসম ও মেঘালয়ের মুখ্যমন্ত্রী মিটিংয়ে বসেছিলেন। এরপরই নানা জল্পনা ছড়িয়েছে। মনে করা হচ্ছে ফের মেঘালয়ে সহযোগী শক্তির সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়ার উদ্যোগ নেবে বিজেপি।
তিন রাজ্যেই ৬০টি করে আসন রয়েছে। তবে মেঘালয়ে ও নাগাল্যান্ডে ৫৯টি আসনে ভোট হয়েছিল। নাগাল্যান্ডের একটি আসনে বিনা লড়াইতে জয়ী হয়েছেন এক বিজেপি প্রার্থী। অন্যদিকে মেঘালয়ের একটি আসনে এক প্রার্থীর মৃত্যু হয়েছিল। তারপর সেখানে ভোট স্থগিত হয়ে যায়।