আজ ৪টি রাজ্যে চলছে ভোট গণনা চলছে। তাতে রাজস্থান, মধ্যপ্রদেশের পর ছত্তিশগড়েও অন্যান্য দলগুলির থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। বেলা যত বাড়ছে ততই আসনের নিরিখে বিজেপির থেকে কংগ্রেসের দূরত্ব বাড়ছে। এখনও পর্যন্ত ভোট গণনার যা ট্রেন্ড চলছে তাতে ছত্তিশগড়ে ৫৩ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। যা ম্যাজিক ফিগারের উপরে। এই অবস্থায় এবার ছত্তিশগড়ে বিজেপি সরকার গঠন করবে বলে এক প্রকার নিশ্চিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী রমন সিং।
আরও পড়ুন: Election Results LIVE: ২০২৪-তে ৪০০ মোদীদের? কংগ্রেসের ভরাডুবিতে প্রশস্ত হল পথ?
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং বলেছেন, ‘রাজ্যে এবার আমরাই নেতৃত্ব দিচ্ছি। বিজেপি রাজ্যে সরকার গঠন করতে চলেছে।’ অন্যদিকে, এই কংগ্রেস আটকে গিয়েছে ৩৭ টি আসনে। এমনকী ছত্তিশগড়ে পিছিয়ে আছেন খোদ মুখ্যমন্ত্রী তথা রাজ্যটির কংগ্রেসের মুখ ভূপেশ বাঘেল নিজেই। পাটান আসনে মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল পিছিয়ে থাকলেও রমন সিং রাজনন্দগাঁও আসনে অনেকটাই এগিয়ে রয়েছেন। এই অবস্থায় রমন ভূপেশ বাঘেলের সরকারকে আক্রমণ করে বলেন, ‘বাঘেলের আমলে প্রচুর দুর্নীতি হয়েছে। সেই কারণে মানুষ বিজেপিকে সমর্থন করেছে। বাঘেলের সরকারের উপর জনগণের ক্ষোভ ভোটে প্রতিফলিত হয়েছে।’
যদিও ছত্তিশগড় নির্বাচনে বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী পদের বিষয়ে কথা বলতে গিয়ে রমন বলেছেন, দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ছত্তিশগড়ে বিজেপির সভাপতি অরুণ সাও জানান, রাজ্যের মানুষ বিজেপিকে তাদের আশীর্বাদ দিতে চলেছে। রাজ্যে বিজেপির সরকার গঠন করার বিষয়ে তিনিও নিশ্চিত। তিনি বলেন, ‘রাজ্যের সব জায়গায় ঘুরে দেখার পরে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিজেপি সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে ছত্তিশগড়ে সরকার গঠন করতে চলেছে।’