পঞ্চায়েত ভোটের মনোনয়নপর্ব থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছিল। ঝরেছিল রক্ত। তবে পঞ্চায়েত ভোটের দিন সেভাবে শিরোনামে আসেনি ভাঙড়। আর সোমবার দক্ষিণ ২৪ পরগনার যে যে বুথে পুনর্নির্বাচনের তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন কমিশন, তাতে ভাঙড়ের নাম নেই। অর্থাৎ ভাঙড়ের কোনও বুথে পুনর্নির্বাচন হবে না। তবে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলার সাংসদ (ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র), সেই জেলার একাধিক বুথে পুনর্নির্বাচন হবে।
আরও পড়ুন: WB Panchayat election Latest News: অধীরের জেলায় সর্বাধিক ১৭৫ বুথে পুনর্নিবার্চন, কোথায় কোথায় ফের ভোট? পুরো তালিকা
দক্ষিণ ২৪ পরগনার কোন কোন বুথে পুনর্নিবার্চন হবে?
১) ডায়মন্ড হারবার ১ নম্বর ব্লক: ১০টি বুথে ফের ভোট হবে।
২) বিষ্ণুপুর ১ নম্বর ব্লক: একটি বুথে পুনর্নির্বাচন হবে।
৩) বাসন্তী: চারটি বুথে ফের ভোটগ্রহণ হবে। ভোটগ্রহণের দিনে বাসন্তী থেকে অশান্তির খবর আসে। ছাপ্পাভোট, ব্যালট বক্স ভাঙচুরের অভিযোগ ওঠে। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের বুথের বাইরে বোমার ঘায়ে মৃত্যু হয় এক তৃণমূলকর্মীর।
৪) গোসাবা: পাঁচটি বুথে ফের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
৫) জয়নগর ১ নম্বর ব্লক: সেখানে পাঁচটি বুথে পুনর্নির্বাচন হবে।
৬) কুলতলি: তিনটি আসনে পুনর্নির্বাচন হবে। বুথ দখলের অভিযোগে শনিবার ভোটগ্রহণ পর্বের শেষলগ্নে জালাবেড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের পশ্চিম গাবতলায় তৃণমূল কংগ্রেস এবং বিরোধীদের মধ্যে ঝামেলা শুরু হয়। বেঁধে যায় সংঘর্ষ। তার জেরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। বিজেপির কয়েকজন আহতও হন বলে দাবি করা হয়।
৭) জয়নগর ২ নম্বর ব্লক: তিনটি বুথে পুনর্নির্বাচন হবে।
৮) বারুইপুর: একটি বুথে পুনর্নির্বাচন হবে।
৯) মথুরাপুর ২ নম্বর ব্লক: একটি বুথে ভোট হবে।
১০) মন্দিরবাজার: দুটি বুথে পুনর্নির্বাচন হবে।
১১) মগরাহাট ১ নম্বর ব্লক: একটি বুথে পুনর্নির্বাচন হবে।
আরও পড়ুন: WB Panchayat election Latest News: মুক্ত বাতাসে শ্বাস নিতে দিল্লি যাচ্ছি, বলে বিমানে উঠলেন রাজ্যপাল