শুভব্রত মুখার্জি:- ওডিআই বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষত এখনও শুকায়নি ভারতীয় ক্রিকেট তারকাদের। গোটা টুর্নামেন্ট দাপিয়ে খেলেছে ভারতীয় দল। ফাইনালের আগে ১০টি ম্যাচ খেলে তারা ১০টিতেই জয়ী হয়েছিল। প্রতিপক্ষকে একেবারে নাস্তানাবুদ করে হারিয়েছে ভারতীয় দল। এমন আবহে ফাইনালে তারা কার্যত বিনা প্রতিরোধ, বিনা লড়াইতেই হারতে হয়েছে ভারতীয় দলকে।
ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই অস্ট্রেলিয়া আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বাজিমাত করেছে। যে ভারতীয় ব্যাটিং গোটা টু্র্নামেন্ট জুড়ে দুরন্ত ফর্মে ব্যাট করেছে তারাই ফাইনালে কার্যত ফ্লপ করেছে। ফলে মাত্র ২৪০ রানেই আটকে গিয়েছিল ভারতীয় দল। আর এখানেই আক্ষেপ ভারতীয় পেসার মহম্মদ শামির। তাঁর স্পষ্ট বক্তব্য ফাইনালে বোর্ডে ৩০০ রান হলে ভারতীয় বোলাররা সেই রান ডিফেন্ড করতে সমর্থ হত।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ভারতীয় তারকা।এক্স হ্যান্ডেলে ভারতীয় তারকার একটি ভিডিয়ো পোস্ট করেছে এএনআই। সেখানে শামি বলেছেন, 'ফাইনালে আমাদের যতটা রান করা দরকার ছিল আমরা ততটা রান করে উঠতে পারিনি। আমার আশা ছিল আমরা ৩০০ রান করতে পারব। আর সেটা করতে পারলে আমরা সহজেই সেই রানটা ডিফেন্ড করতে পারতাম। তবে আমি মনে করি এটা একদম সঠিক সময় নয় এই সব নিয়ে সমালোচনা করার বা কাউকে দোষারোপ করার। এই মুহূর্তে আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হল আমাদের বুঝতে হবে দল হিসেবে ঠিক কোন জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি।একটা ইউনিট হিসেবে আমাদের এই মুহূর্তে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ। তবে একটাই কথা আমি বলব যে আমরা যে রানটা করা উচিত ছিল তার থেকে বেশ কিছুটা কম করেছিলাম।'
সদ্য শেষ হওয়া ওডিআই বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন শামি। মাত্র ৭ টি ম্যাচ খেলে তিনি নিয়েছেন ২৪ টি উইকেট। একমাত্র ভারতীয় বোলার হিসেবে তিনি বিশ্বকাপে নিয়েছেন ৫০ এর বেশি উইকেট। ঘটনাচক্রে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া চোট না পেলে হয়ত বিশ্বকাপে খেলাই হত না শামির। সেমিফাইনালে ও নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শামির। ওই ম্যাচে তিনি নিয়েছিলেন সাতটি উইকেট। বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। এই সিরিজে বিশ্রাম নিয়েছেন মহম্মদ শামি।