বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই চিন্তা বাড়িয়েছে বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কিছু ওয়ার্মআপ ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির কারণে। যার মধ্যে রয়েছে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচও। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সেই ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। দুই দলই নামতে পারেনি। স্বাভাবিক ভাবে বেশ চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য ক্রিকেট সংস্থাগুলি। ভারতে এই সময়ে বৃষ্টিপাত হয়ে থাকে। সেদিক থেকে দেখতে গেলে বৃষ্টির জন্য ম্যাচে ব্যঘাত ঘটতে পারে। যা দেখা দিয়েছে ওয়ার্ম আপ ম্যাচে।
বৃষ্টির জন্য যাতে কোনও ভাবেই ম্যাচ ভেস্তে না যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করছে রাজ্য ক্রিকেট সংস্থা এবং বিসিসিআই। ভারতে অনেক স্টেডিয়ামেই ইডেনের মতো পুরো মাঠে ঢেকে ফেলার ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলে আউট ফিল্ডে জম জমবেই। সেক্ষেত্রে খেলা অনেকটা সময় বন্ধ থাকবে। যাতে এই পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, সেই জন্য এবার উদ্যোগী হল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।
আগামী ৮ অক্টোবর অর্থাৎ রবিবার বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। রোহিতদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। চেন্নাইয়ের চিপর স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। কিন্তু সেই ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আরও চিন্ত বাড়িয়েছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থাকে। এই বিশ্বকাপের জন্য ঢেলে সাজানো চিপক স্টেডিয়াম। তৈরি করা হয়েছে নতুন স্ট্যান্ডও। স্বাভাবিক ভাবেই সেই ক্রিকেট সংস্থা একেবারেই চাইছে না যাতে বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে যাক। ঠিক সেই জন্য ভারত বনাম অস্ট্রেলিয়া ম্য়াচের আগে আরও ৪টি সুপার সপার কিনছে তামিলনাড়ু ক্রিকেট সংস্থা।
চিপক স্টেডিয়ামে ইডেনের মতো পুরো মাঠ ঢেকে ফেলার মতো গ্রাউন্ডস কভার নেই। তাই বিশ্বকাপের জন্য তারা নতুন ৪টি সুপার সপার কিনেছে। এই প্রসঙ্গে টিনএনসিএর এক কর্তা জানান, 'আমরা বিশ্বকাপের জন্য চারটি নতুন উন্নত সুপার-সপার কিনেছি। যাতে বৃষ্টি হলে কোনও ভাবেই ম্যাচ ভেস্তে না যায়। আমরা সব পুরনো কভারগুলি বদলে ফেলেছি। তার বদলে আমরা নতুন এবং অত্যাধুনিক কভার কিনেছি। বৃষ্টি হলেও যাতে পিচে কোনও রকম আদ্রতা না পড়ে সেই ব্যবস্থা রয়েছে।'
বৃষ্টি হলে যাতে দ্রুত ম্যাচ শুরু করা যায় সেই কারণে অতিরিক্ত সুপার সপারের ব্য়বস্থা করেছে তারা। কারণ অতীতে দেখা গিয়েছে অল্প বৃষ্টি হলেও আউটফিল্ডে ভিজে থাকায় আর খেলা শুরু করা সম্ভব হয়নি। সেই কারণে স্টেডিয়ামের নিকাশি ব্যবস্থারও উন্নতি করেছে সংশ্লিষ্ট সংস্থা।